ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বকেয়া বেতন ও বোনাসের দোকান কর্মচারীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২১ মে ২০২০ , ১১:৫২ এএম


loading/img
ছবি সংগৃহীত

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে দোকান কর্মচারীরা।

বিজ্ঞাপন

গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বন্ধ দোকানের সামনে বকেয়া তিন মাসের বেতন ও ঈদের বোনাসের দাবিতে স্লোগান দিতে থাকে। এরপর বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় না থাকায় পুলিশ মিছিলটি বন্ধ করে দেয়।

উল্লেখ্য মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে করোনার সংক্রমণ ঠেকাতে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও অঘোষিত লকডাউনের ফলে দোকান,বিপণী বিতান, শপিংমলসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেকার হয়ে পড়ে শতশত কর্মচারী। এতে তিন মাসের বেতন বকেয়া পড়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এসব কর্মচারীদের।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |