• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

হিলিতে জীবাণুনাশক টানেল স্থাপন

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ২১:৩২
Installation disinfectant tunnel Hili
জীবাণুনাশক ট্যানেল

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাকিমপুর (হিলি) পৌরসভার প্রবেশদ্বারে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে হিলি পৌরসভা প্রাঙ্গণে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন, ওসি আব্দুর রাজ্জাক আকন্দসহ অনেকে।

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পৌরসভার উদ্যোগে চারটি জীবাণুনাশক টানেল আনা হয়েছে। এর মধ্যে একটি হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটে, একটি হাসপাতালের গেটে, একটি উপজেলা পরিষদের সামনে ও একটি পৌরসভার প্রবেশদ্বারে বসানো হবে।

তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করা হবে এমন ৪টি মসজিদের প্রবেশ দ্বারে এই চারটি জীবাণুনাশক টানেলগুলো স্থাপন করা হবে। এতে মুসল্লিরা জীবাণুমুক্ত হয়ে মসজিদে প্রবেশ করতে পারবেন ও নামাজ আদায় শেষে জীবাণুমুক্ত হয়ে বাড়িতে যেতে পারবেন।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে আলু-পেঁয়াজের দাম
বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীকে সম্পৃক্ত করতে না পারায় নৈরাজ্য বাড়ছে
হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
বিনা পারিশ্রমিকে রাহাত ফতেহ আলীর কনসার্টে উপস্থাপনা করবেন দীপ্তি