• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: গোপালগঞ্জে আরও ৯ জন আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০২০, ১২:০৭
করোনাভাইরাস: গোপালগঞ্জে আরও ৯ জন আক্রান্ত

গোপালগঞ্জে গেল ২৪ ঘণ্টায় নতুন করে নয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের বাড়ি জেলার বিভিন্ন স্থানে। আক্রান্তরা ঢাকা থেকে গোপালগঞ্জে এসেছেন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন এবং জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৯৩ জন।

প্রসঙ্গত, এর আগে জেলায় ১৪৩ করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ৩১ জন, কাশিয়ানী উপজেলায় ৩৯ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২০ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২৩ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও এক নার্সসহ ৩০ জন রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh