জয়পুরহাটে কালাইয়ের বাদা উচ্চ গ্রামে রান্নাঘরের মাটির দেয়ালে চাপা পড়ে আজুবা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আজুবা বেগম ওই গ্রামের হাফিজার রহমানের স্ত্রী।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল লতিফ জানান, কাল বৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির পানিতে দেয়ালে নড়বড়ে হয়ে যায়। দুপুরে আজুবা রান্নাঘরে রান্না করার সময় আকস্মিক দেয়ালটি তার গায়ের ওপরে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
জেবি