ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বগুড়ায় বেসরকারি মেডিকেলে করোনা শনাক্তের পরীক্ষা শুরু

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

শনিবার, ৩০ মে ২০২০ , ০৮:০৮ পিএম


loading/img
বগুড়া

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে চালু হলো করোনা শনাক্তের ‘রিয়াল টাইম পলিমারেস চেইন রিঅ্যাকশন’ (আরটি-পিসিআর) ল্যাবের কার্যক্রম।

বিজ্ঞাপন

আজ শনিবার বিকেলে বেসরকারি ওই মেডিকেল কলেজে ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। ঢাকা এবং চট্টগ্রামের পর বগুড়াতেই প্রথম কোনও বেসরকারি মেডিকেল কলেজে করোনা শনাক্তের ল্যাব চালু হলো।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, সিভিল সার্জন ডাক্তার গাউসুল আজিম চৌধুরী ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। 

বিজ্ঞাপন

হোসনে আরা বেগম জানান, রোববার থেকে এই ল্যাবে প্রতিদিন দুটি প্লেটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিটি নমুনা পরীক্ষার জন্য ফি জমা দিতে হবে ৩ হাজার ৫০০ টাকা। বাড়ি থেকে কারও নমুনা সংগ্রহ করতে হলে এই ফি’র সঙ্গে যোগ করতে হবে আরও ১ হাজার টাকা।

জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, এতদিন শুধু বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে। এই ল্যাব চালুর পর করোনা পরীক্ষার সংখ্যা বাড়লে এই অঞ্চলে করোনা মোকাবিলা আরও সহজ হবে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |