ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নওগাঁয় ট্রাক্টরের চাপায় শিশু নিহত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ০১ জুন ২০২০ , ০৮:৩৬ এএম


loading/img
ছবি সংগৃহীত

নওগাঁয় ট্রাক্টরের সঙ্গে ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও  দুইজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল রোববার বেলা ১১টার দিকে সদর শহরের বাইপাস গণি পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আইয়ুব আলীর বাড়ি সদর উপজেলার কাদোয়া গ্রামে। তার নানার নাম মোহাম্মদ আলী।

স্থানীয়রা জানান, ধান মাড়াই মেশিন নিয়ে শিশু আইয়ুব আলীসহ দুই যুবক বাড়ি থেকে ধান মাড়াইয়ের জন্য যাচ্ছিল। পথিমধ্যে শহরের বাইপাস গণি পেট্রোল পাম্পের পাশে বিপরীত দিক আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ধান মাড়াই মেশিনে থাকা শিশু আইয়ুব আলী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় মেশিনে থাকা আরও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে। শিশু আইয়ুব আলী ছোটবেলা থেকে তার নানার বাড়িতেই থাকত।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা

চলছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |