• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দুই মাস পর হিলিতে আমদানি-রপ্তানি চালু

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১১:২০
After two months, import-export started in Healy
ছবি সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু করতে দুই-দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় দুই-দেশের ব্যবসায়ী নেতাদের উপস্থিতি এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ভারতের কাস্টমস এক্সপোর্টার সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক সঞ্জীব মজুমদার এবং বাংলাদেশের সিএন্ডএফ এজেন্টের সভাপতি কামাল হোসেন রাজ, আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, এ সময় বিজিবির পক্ষে সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন ও পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে হিলি সিএন্ডএফ এজেন্টের সভাপতি কামাল হোসেন রাজ জানান, করোনার কারণে দীর্ঘ দুই মাস ধরে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে। প্রতিদিন আমদানি-রপ্তানির জন্য ৪০টি পণ্যবাহী ট্রাক দিতে ভারতীয় ব্যবসায়ীরা সম্মতি দিয়েছে।

এদিকে হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করতে পানামার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় ড্রাইভার যাতে পোর্টের বাহিরে যেতে না পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করব।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
আমদানি স্বাভাবিক থাকলেও বেড়েই চলেছে আলুর দাম
X
Fresh