বঙ্গবন্ধু ও জাতীয় স্লোগান বিকৃতি করে হুমকি, থানায় অভিযোগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় স্লোগান ‘জয় বাংলা’কে বিকৃতি করে হুমকি প্রদানের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। একটি সামাজিক সংগঠনের ম্যাসেঞ্জার গ্রুপে নিজেদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় স্লোগানকে বিকৃতি করে হুমকি প্রদান করে মো. মুছা নামে এক যুবক। এই ঘটনায় রাঙামাটি সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে এই যুবকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানেরও অভিযোগ করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার হিলফুল ফুজুল তরুণ সংঘের ম্যাসেঞ্জার গ্রুপে নিজেদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মোঃ মুছা (তার ব্যবহৃত ফেসবুক আইডি আ. জ. ম মুছা) হুমকি দিতে গিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় স্লোগানকে বিকৃতভাবে ব্যবহার করে। সে লিখেছে ‘বাংলাদেশ-জিন্দাবাদ’, একইসাথে ঠিক এই লাইনের নিচেই লিখেছে ‘জয় বাংলা, শেখ মজিব’। বঙ্গবন্ধুর নামটিও যেমন শুদ্ধ করে লেখেননি তেমনি জয় বাংলার পরে জয় বঙ্গবন্ধু না লিখে উভয় স্লোগানকে বিকৃতি করেছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, রিজার্ভ বাজারের মহসিন কলোনি এলাকার মো. শফির ছেলে মো. মুছা (২৭) দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে মহসিন কলোনি এলাকায় সরকারি উন্নয়ন কাজে বাধা দানেরও অভিযোগ রয়েছে। সে রিজার্ভ বাজার এলাকায় ইয়াবা ব্যবসার সাথেও জড়িত।
অভিযোগকারী একই এলাকার বাসিন্দা মুহাম্মদ মাসুদ রানা রুবেল জানান, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ ফিরোজা বেগম চিনু আমার আবেদনের পরিপ্রেক্ষিতে রাতে লোকজনের চলাচলের সুবিধার্থে এলাকায় একটি সোলার প্রদান করেন। এর আগে আমার আবেদনের পরিপ্রেক্ষিতে মসজিদের জন্যও একটি সোলার দিয়েছিলেন। এলাকায় সোলার বসাতে শ্রমিকরা কাজ শুরু করলে মুছা তার দলবল নিয়ে এটি বসাতে বাধা প্রদান করে। তার বাধার কারণে এটি বসানো সম্ভব হয়নি। এই ঘটনার বেশ কিছুদিন পর এলাকার সংগঠনের ম্যাসেঞ্জার গ্রুপে আমাকে উদ্দেশ্য করে হুমকিও প্রদান করে। এই হুমকি দিতে গিয়ে সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় স্লোগানকেও বিকৃতি করেছে।
রুবেল আরো জানায়, মুছা একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে সে আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করছে বলে জানতে পেরেছি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বঙ্গবন্ধু ও জাতীয় স্লোগান বিকৃতি করে হুমকি প্রদানের বিষয়ে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোঃ মুছা মাতব্বর জানান, এই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। অপরাধী ব্যক্তি যদি দলীয় লোক হয় তবে তার বিরুদ্ধে প্রথমত সাংগঠনিক ব্যবস্থা ও পরে আইনি ব্যবস্থা নেয়া হবে। আর সংগঠনের বাইরের লোক হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।
পি
মন্তব্য করুন