• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

আইসিইউর অভাবে মেধাবী ছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০২০, ১৪:১৮
Meritorious student dies due to lack of ICU
ছবি সংগৃহীত

তিন হাসপাতাল ঘুরে আইসিইউ পায়নি সোনারগাঁয়ের বারদী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ইসরাত জাহান উষ্ণ। একপর্যায়ে শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়। করোনা আক্রান্তের ভয়ে কোনও হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়নি বলে জানিয়েছে নিহতের স্বজনরা।

শুক্রবার সকাল থেকে ঘুরে ঘুরে বিকেল তিনটার দিকে মারা যান উষ্ণ। মেধাবী ছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর জন্য মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালকে দায়ী করেছেন নিহতের বোন জামাই বুয়েটের সিনিয়র সহকারী লাইব্রেরিয়ান মো. ইসমাইল হোসেন।

তিনি জানান, উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামের ওয়াহিদ ভূইয়ার মেয়ে ও বারদী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান উষ্ণ গেল ছয় জুন সিজারের মাধ্যমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেয়। পরে বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়। পরে তিনি সোনারগাঁয়ের আলমদীর বাড়িতে গেলে শুক্রবার সকালে তার খিচুনি হয়ে মুখ দিয়ে লালা বের হতে থাকে।

দ্রুত তাকে পুনরায় মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউর দোহাই দিয়ে কোনও চিকিৎসা দেয়নি। উষ্ণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পাঠানো করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হতে থাকে। ঢামেকেও আইসিইউ না থাকায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যায় উষ্ণ।

এ বিষয়ে জানতে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালের ০২৭৫৪২৬২৭ এ নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। নিহত ইসরাত জাহান উষ্ণ বারদী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। মৃত্যুর পূর্বে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের আওতায় কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত ছিল।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি
নড়াইলে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু
জাবিতে রিকশার ধাক্কায় ছাত্রী নিহত, একদিনের শোক ঘোষণা
টিফিনবক্সে বিষ, হাসপাতালে স্কুলছাত্রী