• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০২০, ১৭:৫৭
Narail Deputy Commissioner Anjuman Ara was present as the chief guest
ছবি সংগৃহীত

নড়াইলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজামউদ্দিন খান নিলু ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কৃষ্ণা রানী রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে, স্কুল হতে অনেক দূরে বাড়ী এমন ১১ জন ছাত্র ও ৯ জন ছাত্রীসহ সর্বমোট ২০ জনকে একটি করে বাইসাইকেল ও সর্বমোট ১০০ জনকে ২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২০০ টাকা, মাধ্যমিক পর্যায়ে ৫০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮০০ টাকা ও স্নাতক পর্যায়ে ১৫০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

এসময় নতুন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি পেয়ে শিক্ষার্থীদের অনেক আনন্দিত হতে দেখা যায়। এমনই একজন শাপলা শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিপুন বিশ্বাস বলেন, এতদিন অনেক কষ্ট করে হেটে হেটে আমার স্কুলে আসতে হতো। আর এই সাইকেল পাওয়ার ফলে স্কুলে আসা এখন অনেক সহজ হবে বলেও জানায় নিপুন।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজামউদ্দিন খান নিলু জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার প্রকৃত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে সদর উপজেলা পরিষদ অনেক আনন্দিত। এসময় জনাব নিলু খান নড়াইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আনজুমান আরা সকল শিক্ষার্থীদেরকে ভালো করে পড়াশোনা করে পিতামাতার মুখ উজ্জ্বল করতে ও সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে সকলকে আহবান জানান।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগের বিষয়ে যা বললেন ট্রাম্প
কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় যারা
টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা