নড়াইলের লক্ষ্মীপাশা সোনালী ব্যাংক শাখা লকডাউন
নড়াইলের লোহাগড়ার সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখার এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ব্যাংকের ওই শাখা লকডাউন করে দিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখার কর্মকর্তা মুন্সী সেকেন্দার আলী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র বলেন, ‘আজ সোনালী ব্যাংকের এক কর্মকর্তা করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ ঘটনায় ওই ব্যাংকের শাখা লকডাউন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সহকর্মীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের প্রতিবেদন আসার আগ পর্যন্ত ওই শাখা বন্ধ থাকবে।
এর আগে জেলার লোহাগড়ার অগ্রণী ব্যাংক শাখার ম্যানেজারের করোনা পজিটিভ আসায় ওই ব্যাংকও গতকাল বুধবার থেকে লকডাউন করে দিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, এ পর্যন্ত ৬৮ জন করোনা আক্রান্তের মধ্যে ২৩ জন সুস্থ হয়ে গেছেন। আর মারা গেছেন দুইজন।
আরও পড়ুন :
এজে
মন্তব্য করুন