ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বালিশের ভেতরে ৩৫০ পিস ইয়াবা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ , ০৬:৪৯ পিএম


loading/img
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আনিসুর রহমানকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ

টাঙ্গাইলের মির্জাপুরে বালিশের ভেতরে থেকে ৩৫০ পিস ইয়াবাসহ আনিসুর রহমান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার মির্জাপুর থানায় নিয়মিত মামলার মাধ্যমে তাকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আনিসুর রহমান (৪৮) উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। তিনি আব্বাছ খানের বাসায় ভাড়া থাকতেন। 

বিজ্ঞাপন

এর আগে বুধবার রাতে উপজেলার সদরের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের আব্বাছ খানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির, উপ-পরিদর্শক (এসআই) কমল সরকার ও সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে বাওয়ার কুমারজানী আব্বাছ খানের বাসায় অভিযান চালিয়ে বালিশের ভেতর থেকে ৩৫০ পিস ইয়াবাসহ আনিসকে গ্রেপ্তার করে। 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন : 

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |