• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পাবনায় করোনা উপসর্গ নিয়ে ইউপি সচিবের মৃত্যু

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০২০, ১৫:৫৮
He died at Rajshahi Medical College Hospital
ছবি সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন পাবনার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের সচিব হাফিজুর রহমান (৪৫)।

গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ তথ্য নিশ্চিত করে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, গেল প্রায় এক সপ্তাহ ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন হাফিজুর রহমান।

শুক্রবার দুপরে তার শ্বাসকষ্ট শুরু হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাতে হঠাৎ করেই অবস্থার অবনতি হলে আইসিইউ এর প্রয়োজনীয়তা দেখা দেয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

হাফিজুর রহমানের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাবনা জেলা প্রশাসন আইসিইউ-এর ব্যবস্থা করেছিল। তবে, সেখানে নেয়ার আগেই তিনি মারা যান।

ইউএনও আরও বলেন, করোনাকালে ত্রাণ কার্যক্রম ও সরকারি সুবিধাদি তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে নিরন্তর পরিশ্রম করছিলেন হাফিজুর রহমান। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারালো। করোনা পরীক্ষার জন্য হাফিজুর রহমানের নমুনা কয়েকদিন আগে রাজশাহী পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।

আজ হাফিজুর রহমানকে দোগাছি ইউনিয়নের নিজ গ্রামে দাফন করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন
রাজশাহী মেডিকেলে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ