• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

পিরোজপুরে আরও সাতজন করোনায় আক্রান্ত

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ০৯:০৮
seven more people were affected by Corona
ছবি সংগৃহীত

পিরোজপুর জেলায় নতুন করে আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। নতুন আক্রান্তদের বাড়ি পিরোজপুর সদর উপজেলা, ভান্ডারিয়া উপজেলা এবং মঠবাড়িয়া উপজেলায়।

এদিকে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ল্যাব থেকে পিরোজপুর জেলার ৫৬ জনের করোনা পরীক্ষার নমুনা ফেরত পাঠিয়েছে। গেল ১৬ জুন এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছিল। তবে কি কারণে এসব নমুনা পরীক্ষা না করে ফেরত পাঠানো হয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।

তিনি জানান, নমুনা ফেরত পাঠানো হলেও তার কোনও কারণ উল্লেখ করেনি বরিশাল পিসিআর ল্যাব থেকে। তবে ফেরত পাঠানো ৫৬ জনের আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া নেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
পিরোজপুরে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদণ্ড
পিরোজপুরে বাসচাপায় শালা-দুলাভাই নিহত
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা