• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ১০:৩৫
Bangladeshi killed by bsf
ছবি সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের গোবরাকুড়া স্থলবন্দরের অদূরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুল জলিল (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

তিনি সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার ভারতের অভ্যন্তরে নদীর ঢালায় গুলিতে নিহত হয়। হালুয়াঘাট থানার ওসি আলী মাহমুদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল জলিলের বড় ভাই খলিল মিয়া জানান, জলিল মানসিক ভারসাম্যহীন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোবরাকুড়া বিওপির কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশিদ জানান, গোপন সূত্রে ভারতীয় এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছেন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিএসএফের পত্র পেলে তারা ঘটনাস্থলে যাবেন এবং লাশ শনাক্ত হলে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে আনার ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: পিরোজপুরে আরও সাতজন করোনায় আক্রান্ত

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, নিহত ১২
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
মোটরসাইকেল-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২