প্লেন দুর্ঘটনার শঙ্কায় রাজশাহীতে ঘুড়ি ওড়ানোয় নিষেধাজ্ঞা
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর এলাকায় ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, বিমানবন্দর এলাকা ও এর আশপাশে ঘুড়ি ওড়ানো যাবে না। কারণ এতে প্লেন দুর্ঘটনায় পড়তে পারে।
এই নির্দেশনা জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে রাজশাহীতে কয়েকদিন ধরে নিয়মিত মাইকিং করছে তারা। এতে জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে, প্লেন দুর্ঘটনা রোধে বিমানবন্দর এলাকা ও যেসব এলাকায় প্লেন উঠা-নামা করে সেখানে ঘুড়ি ওড়ানো যাবে না।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে বর্তমানে রাজশাহীর বিমানবন্দরে যাত্রীবাহী প্লেন যাওয়া-আসা বন্ধ রয়েছে। তারপর এখানে প্রতিদিন তিনটি করে প্রশিক্ষণ বিমান উঠা-নামা করে। ইদানীং বিমানবন্দর এলাকার আকাশে বড় বড় ঘুড়ি ওড়ানো হচ্ছে। এতে যেকোনো সময় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়তে পারে। তাই দুর্ঘটনা রোধ করতে এসব এলাকার আকাশে ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন, ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও প্রশিক্ষণ প্লেন ওঠানামা করছে। তারা নিয়মিতভাবে প্রশিক্ষণ পরিচালনা করছেন। প্রতিদিন তিনটি প্রশিক্ষণ প্লেন ওঠানামা করে।
তাই এসব এলাকায় ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর বিষয়টি সবাইকে জানাতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।
প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতির কারণে ঘর বন্দি অনেক তরুণ-তরুণী ঘুড়ি উৎসবে মেতে উঠেছেন। লকডাউনের সময়ে তারা সকাল-বিকেলে ঘুড়ি ওড়ানোর খেলায় মেতে উঠেছেন। তাই বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা এড়াতে এই নিষেধাজ্ঞা দিল বিমানবন্দর কর্তৃপক্ষ।
এজে
মন্তব্য করুন