• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

টাঙ্গাইলে বিড়ি শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ (ভিডিও)

টাঙ্গাইল সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ২০:৪৪

টাঙ্গাইলে বিড়ি শ্রমিকদের সমাবেশে পুলিশি হামলা ও লাঠিচার্জ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিকরা।

বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক বিড়ি শ্রমিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি নূরতাজ মিয়া, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদস্য মাহমুদুল প্রমুখ।

টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি নূরতাজ মিয়া বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন করছিলাম। কিন্তু পুলিশ মানববন্ধনে আমাদের উপর হামলা করেছে। নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে। এছাড়াও পুলিশ আমাদের হয়রানি করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রসঙ্গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সিরাজগঞ্জ থেকে ঢাকা ফেরার সংবাদ পেয়ে বিড়ি শ্রমিকরা প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ির উপর বৈষম্যমূলক কর কমাতে স্মারকলিপি প্রদানের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। পরে পুলিশ এসে তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ করে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত 
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের শাহবাগে সমাবেশ
রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে যুবদল কর্মী গুলিবিদ্ধ
‘আওয়ামী কায়দায় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা কাম্য নয়’