ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

হিলিতে ভারতীয় শাড়ি ও মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২০ , ০৫:০১ পিএম


loading/img
ভারতীয় শাড়ি, কসমেটিকস ও মাদকদ্রব্যসহ এক চোরাকারবারিকে আটক করেন পুলিশ

দিনাজপুরের হিলিতে ভারতীয় শাড়ি, কসমেটিকস ও মাদকদ্রব্যসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে হাকিমপুর (হিলি) থানা পুলিশ।

বিজ্ঞাপন

আজ সোমবার ভোরে হাকিমপুর উপজেলার নন্দিপুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর উপজেলার সীমান্তবর্তী নন্দিপুর গ্রামের মৃত কাফি মন্ডলের ছেলে। 

হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, নন্দীপুর গ্রামের একটি বাড়িতে মাদক ও ভারতীয় পণ্য নিয়ে এক চোরাকারবারি প্রবেশ করেছে- এ রকম গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায়। 

বিজ্ঞাপন

এ সময় তার বাড়ি থেকে ৫০ বোতল ফেনসিডিল, ২০৪ পিচ ইয়াবা ট্যাবলেট, শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস ও পণ্যসামগ্রী এবং ৫৫ পিচ ভারতীয় শাড়িসহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক জাহাঙ্গীরকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |