• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

নওগাঁ সীমান্তে ৬ মহিষসহ চোরাকারবারি আটক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ২১:১১
ছবি : আরটিভি

নওগাঁর পোরশায় ৬টি অবৈধ মহিষসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ১৬ বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সীমান্তের শুন্য রেখা থেকে ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বেজোড় মোড় নামক স্থানে বিজিবি জওয়ানরা অভিযান চালায়। এ সময় বড় আকৃতির অবৈধ ৬টি মহিষ ও মহিষ বহনকারী একটি গাড়িসহ ফারুক হোসেন নামে এক চোরাকারবারি হাতেনাকে আটক হয়। আটক ফারুক হোসেন পোরশা উপজেলার সোভাপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযান টের পেয়ে অন্য আরও ১০ চোরাচাকারবারি পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের ও আটককৃত মহিষগুলো পত্নীতলা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম চলছে। পলাতক আসামিদের ধরতে তৎপরতা চলছে।

আরটিভি/এমএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির অভিযানে মালিকবিহীন ১৪টি ভারতীয় মহিষ জব্দ
মহিষের শিংয়ের গুঁতোয় নারীর মৃত্যু, আহত ৩
বাগেরহাটে প্রজনন খামারে ১৮ মহিষের মৃত্যু
মহিষের উৎপাদন বাড়াতে প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান