কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন মহিলা।
বিজ্ঞাপন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রাণী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা জেলায় গেল ২৪ ঘণ্টায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩০১ জনে।
বিজ্ঞাপন
তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। ফলে মৃত্যু সংখ্যা ৯৪ জন হলো ।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
জেবি