• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

এক রশিতে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২০, ১১:২২
Body suicide Barisal
ছবি সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলায় এক রশিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের কারণে একসঙ্গে দুজনে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

আজ সকাল আটটার দিকে উজিরপুর উপজেলার প্রত্তান্ত অঞ্চল জল্লা ইউনিয়নের ইন্দুরকানি গ্রামের একটি আম গাছ থেকে ওই যুগলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

আত্মহননকারী প্রিন্সের বয়স ২৫ এবং তৃষ্ণার বয়স ১৭ বছর। প্রিন্সের পকেটে থাকা মোবাইলে একটি সুইসাইডাল নোট ছিল। সেখানে স্বেচ্ছায় দুইজনের আত্মহত্যা এবং দুজনকে একসঙ্গে সমাহিত করার কথা উল্লেখ ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, খ্রীষ্টান সম্প্রদায়ের প্রিন্স আট বছর আগে হিন্দু সম্প্রদায়ের মিনু নামের একজনকে বিয়ে করে এবং তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। দুই মাস আগে একই এলাকার তৃষ্ণার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরায় এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ শুরু হয়।

তাদের দুজনের মৃত্যু স্বেচ্ছায় না হত্যা, তা তদন্ত করে দেখার কথা জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরদেহ গোসলের সময় দেখা গেল আঘাতের চিহ্ন, অতঃপর...
চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
আবেগঘন চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহনন
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার