ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কুমারখালীতে মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুলাই ২০২০ , ০৫:৫০ পিএম


loading/img
কুমারখালীতে মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। ছবি: আরটিভি নিউজ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়ের মাঠে মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ নতুন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

করোনা দুর্যোগের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ও ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক। 

এতে কুমারখালী এলাকার সমবায়ী খামারিদের দীর্ঘদিনের দাবী পূরণ হলো।

বিজ্ঞাপন

এ সময় নতুন কেন্দ্রে দুধ ঢেলে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সুজন আলী পলাশ।

উদ্বোধনকালে মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেন, করোনার সময়েও একমাত্র মিল্কভিটাই দুগ্ধ খামারিদের সহায়তার জন্য পূর্বের দামের চেয়ে বেশি দাম দুধ কেনা অব্যাহত রেখেছে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |