• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

টাঙ্গাইলে ট্রাকচালক নিহত, হেলপার আহত

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ জুলাই ২০২০, ১২:৫৮
Helper truck injured
ছবি সংগৃহীত

টাঙ্গাইলে মালবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রাকের হেলাপার আহত হয়। মঙ্গলবার ভোরে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলায় ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আক্তার হোসেন (৪০) বগুড়ার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেন শেখের ছেলে। আহত হেলপাড় আসাদুল (৫০) একই জেলার জসিম উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি গমবোঝাই ট্রাক মহাসড়কের ঘারিন্দা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা ধান ক্ষেতে পড়ে যায়। ধান ক্ষেতে বন্যার পানি থাকায় ওই চালক ট্রাকের ভেতরে আটকা পড়ে এবং পানিতে ডুবে মারা যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ওই ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করে এবং আহত হেলপাড়কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণ-অভ্যুত্থান: আহতদের জন্য যে ব্যবস্থা নিচ্ছে ফাউন্ডেশন
বিদ্যালয়ে ক্লাস নিলেন গণশিক্ষা উপদেষ্টা
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ আহত
গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ