• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

মেঘনা নদীতে ভারতীয় জাহাজডুবি, ১৪ নাবিক উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২০, ১০:৫২
Meghna River
ছবি সংগৃহীত

ভারতের কলকাতা থেকে আসা সিমেন্টের কাঁচামাল ফ্রাই অ্যাশ বোঝাই এমভি ইজ্জাহ-৩ নামে একটি জাহাজ চাঁদপুরের মেঘনায় প্রবল স্রোতে পড়ে ডুবে গেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে ডুবে যায় এই জাহাজটি। এই ঘটনায় ভারতীয় জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করেছে চাঁদপুরের কোস্টাগার্ড।

দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে জীবিত অবস্থায় ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করেছে।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান জানান, ভারতের কলকাতা থেকে গত পাঁচ দিন আগে এমভি ইজ্জাহ-৩ নামে এই জাহাজটি ৮৬০ মেট্রিক টন ফ্রাই এ্যাশ নিয়ে বাংলাদেশের মেঘনাঘাটের উদ্দেশে রওয়ানা করে।

জাহাজটি মঙ্গলবার চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের মুখে পড়ে নদীতে নোঙ্গর করে। পরে স্রোতের চাপ বেড়ে গেলে এটির নোঙ্গর ছিঁড়ে পাশের অন্য দুটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। তিনি বলেন,উদ্ধার হওয়া নাবিকরা সবাই নিরাপদে আছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ, এবার যেসব পণ্য থাকতে পারে
আরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ
মেঘনায় নিখোঁজের দুদিন পর ভেসে উঠল যুবকের মরদেহ
বিজয় দিবসে জনসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর ৭ জাহাজ