• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

দামুড়হুদায় সেফটিক ট্যাংকে নেমে যুবক-যুবতির মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২০, ০৯:৪১
young man a young woman
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকে নেমে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বাজারপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আসমা খাতুন (১৬) একই গ্রামের মুদি দোকানী এরশাদুল ইসলামের মেয়ে ও হাসিবুল ইসলাম (২৭) একই উপজেলার কালিয়াবকরী গ্রামের মতলেব মণ্ডলের ছেলে। খবর পেয়ে সেফটিক ট্যাংক থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল।

স্থানীয়রা জানান, কার্পাসডাঙ্গা বাজারের মুদি দোকানী এরশাদুল ইসলামের নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকে গত কয়েক দিনের বৃষ্টির পানি জমে। বিকেলে পানি পরিষ্কার করতে যায় তার মেয়ে আসমা খাতুন। ওপরে উঠতে না দেখে কিছুক্ষণ পর ওই ট্যাংকে নামে দোকানের কর্মচারী হাসিবুল ইসলাম। দুই জনের কোন সাঁড়া না পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ওই সেফটিক ট্যাংক থেকে তাদের দুই জনের মরদেহ উদ্ধার করে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, সেফটিক ট্যাংকে নেমে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
পাগলা নদীতে ডুবে কিশোরের মৃত্যু