• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo
ঝালকাঠিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা 
রাজাপুরে ৪৪ আ.লীগ নেতাকে আসামি করে মামলা
ঝালকাঠির রাজাপুরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের ৪৪ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুক্রবার (৩০ আগস্ট) মামলার সত্যতা নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি আতাউর রহমান। মামলায় প্রধান আসামি করা হয়েছে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান হোসেন শহীদ জিলানীকে। মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৪ মে উপজেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীরা আসতে শুরু করলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালান এবং বোমা বিস্ফোরণ ঘটান। তারা দলীয় কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। এতে আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ওসি আতাউর রহমান জানান, ‘বিএনপি নেতা বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ঝালকাঠিতে খাদ্য কর্মকর্তাকে কারাদণ্ড
ঢাকায় গুলিবিদ্ধ আরেক যুবকের মৃত্যু, নলছিটিতে দাফন
এতিম হয়ে গেল গুলিতে নিহত কামালের ৩ সন্তান
শ্রেণিকক্ষে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ
ঝালকাঠিতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালতলা বাজারের মুদি ব্যবসায়ী মো. সেলিম আকন (৬০) সাপের কামড়ে মারা গেছেন। তবে চিকিৎসকদের অবহেলায় সেলিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। শনিবার (২৯ জুন) সকালে সাপের কামড়ে তার মৃত্যু হয়।  জানা যায়, উপজেলার তালতলা বাজারের সেলিম আকন মুদি দোকানে বসে থাকা অবস্থায় সাপ তার হাতে কামড় দেয়। এ সময় সেলিম নিজেই উপস্থিত লোকজনকে জানান, তাকে সাপে কামড় দিয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার আমুয়া হাসপাতালে নিয়ে যান।  স্বজনদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকরা তাদের কাছে এন্টিভেনম রাখার স্টোর রুমের চাবি নেই বলে জানান। তাই তারা চিকিৎসা দিতে পারছেন না। ঘণ্টাখানেক পরে রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তারা। পথেই মো. সেলিম আকন মারা যান।  মৃত মো. সেলিম আকন উপজেলার পূর্ব বাশবুনিয়া গ্রামের আ. সাত্তার আকনের ছেলে। তিনি তালতলা বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ কুমার বলেন, ‘সাপের কামড়ের রোগীকে ভ্যাকসিন পুশ করতে রোগীর নিকটতম স্বজনের নিকট দাবিপত্রে স্বাক্ষর করার বিধান রয়েছে। সেলিমের পক্ষে কেউ স্বাক্ষর না করায় কর্তব্যরত চিকিৎসক তাকে এন্টিভেনম পুশ করতে পারেননি। স্বজনরা আগ্রহী হয়ে তাকে বরিশাল নিয়ে গেছেন।’
উপজেলা পরিষদ নির্বাচন: রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির নির্বাচিত
ঘূর্ণিঝড় রেমালে কারণে স্থগিত হওয়া ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এমাদুল হক মনির টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ দিকে রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মিলন মাহমুদ বাচ্চু এর আগে ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কাঁঠালিয়ায় এমাদুল হক মনির পেয়েছেন ২০ হাজার ৩৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া সিকদার পেয়েছেন ১২ হাজার ৬৮১ ভোট। রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চু পেয়েছেন ২১ হাজার ৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা আক্তার লাইজু পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট।  ভোট গণনা শেষে রোববার (৯ জুন) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।  এ ছাড়া রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার নির্বাচিত হয়েছেন। কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজী এবং মহিলা সাহিদা আক্তার বিন্দু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ দিকে রোববার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
ঝালকাঠিতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত ২০ 
ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালিতে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আহত ২০ থেকে ২৫ আহত হয়েছে। বুধবার (৫ জুন) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়াত কলম ও  মোটর সাইকেল প্রতীকের সমর্থকরা প্রচার প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতো বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন  আহত হয়৷ আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শেবাচিমে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উভয় পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পরে। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয় হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।  
ঝালকাঠিতে আগুনে পুড়ে ৮ গরু ও ১০ ছাগলের মৃত্যু
ঝালকাঠির কাঁঠালিয়ায় মধ্যরাতে আগুন লেগে ৮টি গরু, ১০টি ছাগল ও ৩০টি হাঁস-মুরগি মারা গেছে। এ ছাড়া পুরো গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক। রোববার রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরীরামপুর গ্রামের মাঝি বাড়িতে সত্যেন্দ্রনাথ সমদ্দারের খামারে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (৩ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, রোববার রাত ৩টার দিকে দক্ষিণ চেঁচরীরামপুর গ্রামে সত্যেন্দ্রনাথ সমদ্দারের খামারে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। কিন্তু ততক্ষণে ৮টি গরু, ১০টি ছাগল ও ৩০টি মুরগি পুড়ে মারা গেছে। গোয়ালঘরেরও ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, ‘সবমিলিয়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর ধোঁয়া ও কয়েল থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।’ স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন বলেন, ‘গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে খড়ে আগুন ধরে। আগুন দ্রুত পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে যোগ দেয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৮টি গরু ও ১০টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।’ খামারের মালিক দিলীপ চন্দ্র সমাদ্দার বলেন, ‘আমার বাড়ি থেকে খামার একটু দূরে থাকায় কিছুই রক্ষা করতে পারিনি। এতে অন্তত ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’ এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে ওই খামারিকে সহযোগিতা করা হবে।’
আপনার ঘুস খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, প্রকৌশলীকে বীর মুক্তিযোদ্ধা
ঘূর্ণিঝড় রেমালে উপকূলীয় জেলা ঝালকাঠিতে বিদ্যুতের লাইন ছিঁড়ে ও খুঁটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুতের প্রায় দেড় লাখ গ্রাহক বিপাকে পড়েন। চারদিন থেকে বিদ্যুৎবঞ্চিত ছিলেন তারা। এরপর বুধবার (২৯ মে) সকালে কয়েকটি স্থানে বিদ্যুৎ সংযোগ চালু করা হলেও ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলমসহ (৭০) ওই এলাকার দুই শতাধিক পরিবার বিদ্যুৎ পাননি। এ কারণে ঝালকাঠি ওজোপাডিকো অফিসে বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে এসে ক্ষোভে ফেটে পড়েন বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম।  এ সময় বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করে বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম দায়িত্বরত ওজোপাডিকোর উপ-বিভাগীয় প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) মো. আব্দুস সালামকে বলেন, ‘আপনার ঘুস খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি। সঠিকভাবে দায়িত্ব পালন না করলে রিজাইন দিয়ে চলে যাবেন।’ বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম প্রকৌশলীর কাছে জানতে চান, 'রেমালের চার দিন পার হলেও এখনও কেন তিনি বিদ্যুৎ সংযোগ পাননি?' প্রকৌশলীকে বলেন, ‘আপনার দায়িত্ব কী ঘুস খাওয়া? ঘুস খাওয়ার জন্য কী দেশ স্বাধীন করেছি?’ এরপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ চালুর আল্টিমেটাম দিয়ে অফিস থেকে চলে যান মুক্তিযোদ্ধা। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম বলেন, ‘গত রোববার থেকে একটানা চার দিন অতিবাহিত হলেও আমি বিদ্যুৎ পাইনি। আমি বৃদ্ধ মানুষ, এই গরমে কি বিদ্যুৎ ছাড়া থাকা যায়। অন্যদিকে পানির সংকট। বিদ্যুৎ না থাকলে পানি আসবে কেমনে। পানির জন্য তীব্র গরমে গোসল, খাবার পানি, বাথরুমের পরিচ্ছন্নতার কাজে অনেক কষ্ট করতে হয়।’ এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সালাম বলেন, ‘ঝড়ে ঝালকাঠি শহরসহ বিভিন্ন স্থানে ব্যাপক গাছ ও গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইন ছিঁড়ে ও খুঁটি ভেঙে গেছে। যার জন্য বিদ্যুৎ অফিসের লোকসহ স্থানীয় শ্রমিক ভাড়ায় এনে কাজ করাচ্ছি, তারপরও সব স্থানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এখন যাদের বিদ্যুৎ লাইন সচল করে দিতে পারব তারা ভালো বলবে, ধন্যবাদ জানাবে। আর যাদের দিতে পারব না তারা খারাপ বলবে। যেহেতু এই ডিপার্টমেন্টে চাকরি করি সেহেতু এতে মন খারাপ করার কিছু নেই। দুই-তিন দিনের মধ্যে শহরের সব স্থানেই বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হবে।’ জেলার ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ও খুঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মেরামতের জন্য দিন-রাত বিদ্যুৎ অফিসের লোকসহ ভাড়ায় লোক দিয়েও কাজ করানো হচ্ছে। এত পরিমাণে ক্ষতি হয়েছে যা খুব দ্রুত সম্পূর্ণ করা সম্ভব না, সময় লাগবে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি জেলার সব স্থানে বিদ্যুৎ লাইন সচল করতে পারব।’
নলছিটিতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী। নিহত সামিয়া আক্তার (৫) ওই গ্রামের জাকির হোসেনের মেয়ে ও সাবিনা আক্তার (৬) বাচ্চু হাওলাদারের মেয়ে। জাকির ও বাচ্চু আপন ভাই। স্থানীয়রা জানান, সামিয়া ও সাবিনা স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বিকেলে পরিবারের লোকজন তাদের কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পাশে তাদের জুতা দেখতে পায়। পরে পুকুরের পানিতে নেমে সামিয়া আক্তার ও সাবিনাকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী। তিনি বলেন, নলছিটিতে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হবে।