• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo
ঝালকাঠিতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
ঝালকাঠিতে আগুনে পুড়ে ৮ গরু ও ১০ ছাগলের মৃত্যু
ঝালকাঠির কাঁঠালিয়ায় মধ্যরাতে আগুন লেগে ৮টি গরু, ১০টি ছাগল ও ৩০টি হাঁস-মুরগি মারা গেছে। এ ছাড়া পুরো গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক। রোববার রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরীরামপুর গ্রামের মাঝি বাড়িতে সত্যেন্দ্রনাথ সমদ্দারের খামারে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (৩ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, রোববার রাত ৩টার দিকে দক্ষিণ চেঁচরীরামপুর গ্রামে সত্যেন্দ্রনাথ সমদ্দারের খামারে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। কিন্তু ততক্ষণে ৮টি গরু, ১০টি ছাগল ও ৩০টি মুরগি পুড়ে মারা গেছে। গোয়ালঘরেরও ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, ‘সবমিলিয়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর ধোঁয়া ও কয়েল থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।’ স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন বলেন, ‘গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে খড়ে আগুন ধরে। আগুন দ্রুত পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে যোগ দেয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৮টি গরু ও ১০টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।’ খামারের মালিক দিলীপ চন্দ্র সমাদ্দার বলেন, ‘আমার বাড়ি থেকে খামার একটু দূরে থাকায় কিছুই রক্ষা করতে পারিনি। এতে অন্তত ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’ এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে ওই খামারিকে সহযোগিতা করা হবে।’
ঝালকাঠিতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারী-শিশুসহ নিহত ৩
একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা