• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
নারীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের
ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথার যাত্রাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।   নিহত মোহাম্মদ আবু হানিফ মৃধা (৪৫) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার মাছুয়াখালী এলাকার আমজাদ আলী মৃধার ছেলে এবং পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সদস্য ছিলেন। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে পটুয়াখালী থেকে বরিশালগামী মোটরসাইকেলটির ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক হানিফ ঘটনাস্থলেই মারা যান।  তিনি বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আরটিভি/এএএ/এস
নলছিটিতে ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কারাগারে
শেখ হাসিনা ও আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠিতে ২ মামলা
মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারী দুইজন নিহত
সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা
ইঁদুর মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু
ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৪) ও রানা হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুইজন বাহিরে খেলা করছিল। এ সময় তারা ইঁদুর মারার ওষুধ দেখতে পেয়ে একপর্যায়ে খেয়ে ফেলে। পরে বিষয়টি আমার পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আরটিভি/এফআই-টি
ঢাকায় গুলিবিদ্ধ আরেক যুবকের মৃত্যু, নলছিটিতে দাফন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সেলিম তালুকদার (৩২)। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে সেলিমের মৃত্যু হয়।  শুক্রবার (২ আগস্ট) সকালে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর টিঅ্যান্ডটি এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সকাল ১০টায় গ্রামের বাড়ি নলছিটিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সেলিমের মরদেহ দাফন করা হয়।  এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ নেওয়া হয় বাড্ডা লিংক রোডের বাসায়। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত আড়াইটার দিকে তার মরদেহ বাড়ি পৌঁছালে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তার আত্মীয় স্বজন ও সহপাঠীরা কান্না ভেঙে পড়েন। নিহত সেলিম তালুকদার রমজান ঝালকাঠির নলছিটি উপজেলার পৌরসভার টিএনটি এলাকার সুলতান তালুকদারের ছেলে। তিনি বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে ২ বছর আগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডায়িং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন। সেলিমের বাবা সুলতান তালুকদার বলেন, ঘটনার দিন সেলিম বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষের মধ্যে পড়েন তিনি। এ সময় মাথায়, বুকে ও পিঠে তার গুলি লাগে। ফুসফুসেও লাগে গুলি। চার হাসপাতাল ঘুরে শেষে ধানমন্ডির পপুলারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
দাদির সঙ্গে নদীতে নেমে স্রোতে ভেসে গেল স্কুলছাত্র
ঝালকাঠির নলছিটিতে দাদির সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় পৌর এলাকার কলবাড়ী সংলগ্ন সুগন্দা নদীতে এ ঘটনা ঘটে।  স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নলছিটি পৌর এলাকার ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে আদর চক্রবর্তী (১০) তার দাদির সঙ্গে গঙ্গাস্নানের জন্য নদীর তীরে আসে। এ সময় তার দাদি স্নানে ব্যস্ত থাকায় পা পিছলে আদর নদীতে পড়ে যায়। দাদি তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।  পুলিশ আরও জানায়, নদীর এই অংশের গভীরতা বেশি। তবে তীর থেকে সেটা বোঝার উপায় নেই দেখলে মনে হবে ঢালু চর। তাই এখানে স্রোতের তীব্রতা অনেক বেশি; যার কারণেই ছেলেটি স্রোতের টানে পানির নিচে চলে গেছে।  খবর পেয়ে বরিশাল সদর থেকে একটি ডুবুরি দল সকাল সাড়ে এগারোটায় নলছিটি এসে পৌছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা তল্লাশি চালাচ্ছেন। নিখোঁজ আদর চক্রবর্তী স্থানীয় বন্দর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে বলে জানা গেছে।  নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। এ ছাড়া নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদর থেকে আগত ডুবুরি দল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
মায়ের ওপর নির্যাতন করায় বাবাকে হত্যা
ঝালকাঠি মায়ের ওপর নির্যাতন সইতে না পেরে বাবা খলিলুর রহমান হাওলাদারকে (৫৫) পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ছেলে রমজান হাওলাদারের (১৭) বিরুদ্ধে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বারানী এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, রমজান হাওলাদার স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। তিন দিন আগে তার খলিলুর রহমান তার মাকে স্ত্রীকে মারধর করেন। মাদ্রাসা থেকে ফিরে রমজান এ বিষয়ে জানতে পারে। এরপর শনিবার রাতে বিষয়টি নিয়ে তার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রমজান তার বাবা খলিলুরকে পিটিয়ে আহত করে। পরে খলিলুরের ভাই আবদুল কাদের বিষয়টি জানতে পেরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নলছিটিতে পিতাকে হত্যার অভিযোগে ছেলে রমজানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 
নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা, গ্রেপ্তার ১
ঝালকাঠির নলছিটিতে সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) নলছিটি উপজেলার খাজুরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম নলছিটি পৌরসভার ৬নং ওয়ার্ডের রাজপাশা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী। ওসি বলেন, ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করে ঝালকাঠি জেলহাজতে পাঠানো হয়েছে।   গত ৭ জানুয়ারি সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহত ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।