• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
এক পাঙাশ বিক্রি হলো ৭ হাজার ৬০০ টাকায়
৬ হাজার টাকায় বিক্রি হলো এক ইলিশ
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।  শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে। কুয়াকাটা মাছ বাজারে রাসেল ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে ফিস ভ্যালীর পক্ষে মো. হাসান ১ লাখ টাকা মণ দরে মাছটি ক্রয় করেছেন।  স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ ভালো দামে মাছটি বিক্রি হয়েছে৷ ২৫০০ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকায় বিক্রি করেছেন। এ সময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেন।  জেলে জামাল হোসেন বলেন, এ বছর এই প্রথম আমার জালে এত বড় মাছ ধরা পড়েছে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।  আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে বিক্রি হয় মাছটি।  এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কিছু জায়গা থেকে এমন সুখবর আসছে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে পাওয়া যায়। সমুদ্রের মোহনায় পলি বেশি হওয়ার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।  আরটিভি/এমকে
নসিমনের চাপায় গৃহবধূ নিহত
আমনের বাম্পার ফলন, সোনালি ধানে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
মহিপুরে ইউনিয়ন শ্রমিকদল সভাপতিকে বহিষ্কার 
জেলের জালে ধরা পড়লো ১৪ কেজির পাঙাশ
কলাপাড়ায় দুটি বিষধর পদ্ম গোখরা উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় এক সাপুড়ের কাছ থেকে দুটি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছেন ‘এনিমেল লাভারস অব পটুয়াখালী’ শাখার সদস্যরা। সোমবার রাতে উপজেলার বানাতীবাজার এলাকা থেকে সাপ দুটিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনিমেল লাভারস অব পটুয়াখালী শাখার সদস্য বায়েজিদ মুন্সী। সংগঠনের কলাপাড়া টিমের উদ্ধারকর্মী ইউসুফ রনি বলেন, বানাতী বাজারে একদল সাপুড়ে স্থানীয় মানুষের মাঝে কুসংস্কার ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে তাবিজ কবজ বিক্রি করেন বলে আমাদের কাছে খবর আসে। তাৎক্ষণিক এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সংগঠনের কলাপাড়ার মো. শাওন তালুকদার, আদনান রাকিবসহ কয়েকজনকে নিয়ে উপস্থিত হয়ে সাপ দুটিকে উদ্ধার করা হয়।  সাপ দুটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন সংগঠনটির সদস্যরা। পরে ওই সাপুড়িয়া আর সাপ ধরবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে এনিমেল লাভারস অব পটুয়াখালী শাখার সদস্য বায়েজিদ মুন্সী বলেন, ‘এই সাপের ফণার পেছনে গোল দাগ থাকে, যা দেখতে একচোখা চশমার মত লাগে‌ তাই এর ইংরেজি নাম মনোকল্ড কোবরা। সকল গোখরা প্রজাতির সাপ উত্তেজিত হলে ফণা মেলে ধরে। পদ্ম গোখরা তীব্র বিষধর সাপ।’ তিনি আরও বলেন, আগের তুলনায় আমাদের কলাপাড়ায় সাপুড়েদের সাপ নিয়ে কুসংস্কার ছড়ানো অনেক কমে গেছে এবং মানুষ অনেক সচেতন হয়েছে। তারা এখন সাপসহ কোনো বন্যপ্রাণী আটক অবস্থায় দেখলে বা কোনো সাপুড়ে খেলা দেখাতে আসলে আমাদেরকে জানায়। আমরা সেগুলো উদ্ধার করি এবং প্রয়োজনের ট্রিটমেন্ট দিয়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। সাপ দুটো আমাদের কাছে রয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। আরটিভি/এমকে-টি
হতাহতের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: হাসনাত
গত ৫ আগস্ট পরবর্তী হতাহতের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন পটুয়াখালীর দশমিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ সংলগ্ন শ্বশুরবাড়িতে বেড়াতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ এলাকার শাহাবুদ্দিন মাস্টারের ছোট মেয়েকে বিয়ে করার পর এই প্রথম দশমিনায় গেলেন।   এ দিন বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জিহাদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়কালে বেশি নির্যাতিত হয় বিএনপি। বিএনপি নেতাকর্মীদের রাজপথে বিভিন্ন সময় আন্দোলনে দেখা যায় এবং ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের নানাভাবে মিথ্যা মামলা, হামলা ও জেল জুলুম করে হয়রানি করে। বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিষয় হাসনাত বলেন, ৫ আগস্ট পরবর্তী হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হতে পারে না। আমরা ওই হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জনগণকে নিয়ে পুনরায় যা করার করব। ফ্যাসিস্ট সরকার পালানোর পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করা হবে। তিনি আরও বলেন, ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য বারবার আমরা বলে যাচ্ছি। আরও কিছুটা সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই ফাউন্ডেশন সংগঠনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।  তিনি সরকারের বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন শহীদ জিহাদের বাবা নূরু হোসেন মোল্লা, চাচা রুহুল আমিন মোল্লা, আল-আমিন মোল্লা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ ছাত্রদলের নেতাকর্মীরা। আরটিভি/এমকে-টি
কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে নূর হোসেন (৪৫) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কুয়াকাটা ডিসি পার্ক সংলগ্ন পাবলিক টয়লেটের মহিলা কক্ষ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। ২৭ ঘণ্ট পর লাশটি পাওয়া গেল পাবলিক টয়লেটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে খুলনা থেকে কুয়াকাটায় বন্ধু লতিফের কাছে বেড়াতে আসেন নিহত নূর হোসেন। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে টয়লেটে যাবার কথা বলে লতিফের কাছ থেকে চলে আসেন। পরে লতিফ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ মেলেনি। শনিবার জিসান নামের এক পর্যটক পাবলিক টয়লেটে আসেন। দীর্ঘ সময় অপেক্ষা করলেও ভিতর থেকে কেউ বের হয় না দেখে টয়লেটের উপর দিয়ে উঁকি দিয়ে টয়লেটের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তিনি ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেয়। মৃত নূর হোসেন খুলনা জেলার লবণচোড়া থানার সাচিবুনিয়া গ্রামের মৃত শাজাহানের ছেলে। পাবলিক টয়লেটের ইজারাদার মোহাম্মদ জলিল চুকানি বলেন, রাস মেলায় বাড়তি পর্যটকদের চাপ ছিল। তাই কে কখন ঢুকেছে খেয়াল রাখতে পারিনি। তার স্বজনরা যখন খুঁজতে এসেছে তখন পুরুষ টয়লেটগুলোতে খোঁজ করা হচ্ছিল। কিন্তু সে ছিল মহিলা টয়লেটে। সেজন্য আমরা দেখতে পাইনি। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। আরটিভি/এমএ
পাল্টাপাল্টি পরকীয়ার অভিযোগ, স্ত্রীকে বাড়িছাড়া করতে যা করলেন স্বামী
পটুয়াখালীতে স্ত্রীকে বাড়িছাড়া করতে বিদ্যুৎ, পানি ও গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন দুলাল চন্দ্র দেবনাথ নামের এক ব্যক্তি। এতে শিশুসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তার স্ত্রী সোমা দেবনাথ। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পটুয়াখালীর পিটিআই রোডের এলিট হোমস নামক ভবনের ৫ তলায় দুলাল চন্দ্র দেবনাথের বাসায় এ দৃশ্য দেখা যায়। দুলাল চন্দ্র দেবনাথ পেশায় একজন আইনজীবী। তিনি বর্তমানে জেলা আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিপি) হিসেবে কর্মরত আছেন। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ১৩ বছর আগে পারিবারিকভাবে পটুয়াখালীর বাসিন্দা সোমা দেবনাথকে বিয়ে করেন। তাদের একটি ৪ বছর বয়সী মেয়েসন্তান রয়েছে। তারা সন্তান নিয়ে পটুয়াখালী পিটিআই রোডে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু বিগত কয়েক বছর থেকে দুলাল চন্দ্র দেবনাথ হঠাৎ করে তার স্ত্রী সোমা দেবনাথের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। কখনও কখনও সোমা দেবনাথকে মারধরও করেন তার স্বামী। পরবর্তী সময়ে সোমা দেবনাথ খোঁজ নিয়ে জানতে পারেন তার স্বামী অপর এক মহিলা আইনজীবীর সঙ্গে পরকীয়া করছেন এবং তার সঙ্গে বিবাহবহির্ভূতভাবে বসবাস করছেন। এমন পরিস্থিতিতে বর্তমানে সোমা দেবনাথকে ভরণপোষণ না দেওয়ায় স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দেন তিনি। এতে অভিযুক্ত আইনজীবী তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে গালাগাল করে এবং বাসার বিদ্যুৎ, গ্যাস এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়। পরে লোক দিয়ে হুমকি দেয়। বর্তমানে সোমা দেবনাথ বিদ্যুৎ, গ্যাস ও পানি ছাড়া অসহায়ভাবে বসবাস করছেন। ভুক্তভোগী নারী সোমা দেবনাথ বলেন, আমার স্বামী কিছুদিন আগে জানায় সে আরেকটা বিয়ে করছে। এরপর থেকেই সে বাসায় কোনো বাজার দেয় না। গত ৩০ অক্টোবর সে বাসার গ্যাস ও পানির লাইন বন্ধ করে দিয়েছে। আমার চার বছরের একটা বাচ্চা আছে, ওকে যে একটু খাবার খাওয়াব তারও কোনো উপায় নাই। এরপর এই ৪ নভেম্বর বাসার বিদ্যুতের লাইনও কেটে দিয়েছে। এখন আমাদের এই বাসায় থাকতে খুবই কষ্ট হচ্ছে।  অভিযুক্ত দুলাল চন্দ্র দেবনাথ বলেন, আমার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর আমি সোমাকে বিয়ে করি। সেই ঘরে আমার একটা বাচ্চা আছে। আমার সেই বাচ্চাটার ওপর সোমা অমানুষিক নির্যাতন করত। এ ছাড়া সে অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়া করে। তাই আমি ক্ষীপ্ত হয়ে এমন কাজ করেছি। অভিযোগ পত্রের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম মোজাম্মেল হোসেন তপন বলেন, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথের স্ত্রী আমাদের আইনজীবী সমিতিতে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ওপর ভিত্তি করে আমরা আমাদের সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তাকে ও তার স্ত্রীকে ডাকা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করব।  পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ ইমতিয়াজ গণমাধ্যমকে বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ   
কুয়াকাটায় তীর্থযাত্রীদের ঢল
কুয়াকাটায় রাস উৎসবে তীর্থযাত্রীদের ঢল নেমেছে। গতকাল বিকেল থেকে সনাতন ধর্মলম্বীরা রাস পূজা উদযাপন করতে কুয়াকাটায় আসতে শুরু করেন। পূর্ণার্থীদের আগমনে টইটম্বুর কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটা সৈকত। শুক্রবার (১৫ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা গেছে, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে পূর্ব দিকে ২ কিলোমিটার ও পশ্চিমে ১ কিলোমিটার জায়গাজুড়ে লোকে লোকারণ্য। সকাল থেকেই সনাতন ধর্মের লোকেরা ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং আশপাশে আসন পেতে বসতে শুরু করছে। এ বছরও পূর্ণিমা তিথিতে হাজারো তীর্থযাত্রীদের পদভারে মুখরিত হচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটা এমনটাই বলেন কুয়াকাটা রাসপূজা উদযাপন কমিটির সভাপতি কাজল বরন দাস। এ সময় তিনি আরও বলেন, আজ ভোর ৫টা ৪৩ মিনিট থেকে শুরু হয়েছে পূর্ণিমা, থাকবে শনিবার (১৬ নভেম্বর) রাত ৩টা ৩২ মিনিট পর্যন্ত। তাই প্রতিবছরের ন্যায় এবারও পূর্ণিমার এ তিথিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীরা পাপ মোচন ও পূণ্যলাভের আশায় পূর্ণিমাতিথিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ কুয়াকাটায় সমুদ্রে পুণ্যস্নান করবেন। কুয়াকাটা রাসপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পুরোহিত ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডল বলেন, আজ সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাতভর চলবে নাম কীর্তন, ভাগবত পাঠ ও আরতি। শ্রীকৃষ্ণের লীলা কীর্তনে অংশগ্রহণ করবেন ভারতের কবিতা ঘোষ। এ সময় তিনি বলেন, গতকাল থেকেই শুরু হয়েছে রাস উৎসব। আর আগামীকাল শনিবার সূর্যোদয়ের আগেই রাস পূর্ণিমা লগ্ন অনুযায়ী সাগর সৈকত কুয়াকাটায় পাপ মোচনের লাভের আশায় নামবে ভক্তদের ঢল। একই দিন সৈকতে অনেকেই আবার ভিন্ন ভিন্ন মানত করা পূজা দিবেন পুরোহিত এনে। নানা ধর্ম-বর্ণের মানুষও মিলিত হবে রাস পূজা, সমুদ্র স্নানানুষ্ঠানে। রাস উৎসবে অংশগ্রহণ করা সৌমির বলেন, সারা বছর অপেক্ষা করি এ দিনটির জন্য। আমি ৫ বছর ধরে স্নানে আসি এবং আমার মানত করা পূজা দেই গঙ্গায়। যাতে গঙ্গা মা আমাকে মঙ্গল করে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. হাবীবুর রহমান জানিয়েছেন, গতকাল থেকেই পুরো কুয়াকাটা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কোন দুষ্কৃতকারী যেন কোন সমস্যা না করতে পারে সে বিষয় সজাগ রয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান  উপলক্ষে আমরা ধারণা করছি লক্ষাধিক লোকের সমাগম হবে। কুয়াকাটায় পুণ্যস্নানে আগত পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, উপজেলা ও পৌর প্রশাসনের সমন্বয়ে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এ ছাড়াও সার্বক্ষণিক থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, ট্যুরিস্ট পুলিশ এবং গ্রাম পুলিশসহ প্রায় পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য কাজ করছেন। আরটিভি/এএএ  
কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা।  বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার পূর্ব মধুখালী গ্রামের কৃষক চান মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সাপ উদ্ধারের সময় এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, কালোর মধ্যে হলুদ ডোরা এ সাপটি ওই কৃষকের জালে আটকা পড়ে। এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপটি মারার চেষ্টা করে। তাৎক্ষণিক খবর পেয়ে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানান এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। কৃষক চাঁন মিয়া জানান, আমার বাড়িতে জাল দিয়ে রেখেছিলাম, যাতে কোন বিষাক্ত কিছু প্রবেশ করতে না পারে। রাতে ওই জালে সাপ আটকা পরে। আমরা স্থানীয়রা সাপটি মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু বন্যপ্রাণী নিয়ে কাজ করা সদস্যরা এসে সাপটি উদ্ধার করে। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য আদনান রাকিব বলেন, শঙ্খিনী সাপ মূলত শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত এসব সাপ মানুষ এড়িয়ে চলে। এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকি স্বরূপ নয় মোটেও। তবে শিকারে বেশ দ্রুত। অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে।  তিনি আরও বলেন, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে। আরটিভি/এএএ