পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে জেলের জালে একটি বড় ঘড়িয়াল ধরা পড়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে বাউফলের তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন বিকেল ৪টার দিকে বাকেরগঞ্জ উপজেলার আবু সাঈদ নামের এক জেলে নদীতে মাছ ধরতে জাল ফেলেন। কিন্তু জাল তুলে দেখেন মাছের বদলে জালে রয়েছে বড় একটি ঘড়িয়াল। এরপর স্থানীয়রা ঘড়িয়ালটিকে উদ্ধার করে দিঘিরপাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রেখেছেন। সেটি দেখতে মনিুষ ভিড় জমাচ্ছেন।
এ বিষয়ে পটুয়াখালী উপকূলীয় বনবিভাগের উপ-বনসংরক্ষক মো. সফিকুল ইসলাম বলেন, ‘তেঁতুলিয়া নদী এসব অঞ্চলে ঘড়িয়াল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে কোনভাবে সুন্দরবন থেকে কুমিরটি চলে আসতে পারে। আমরা বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে দ্রুত জানিয়ে দিচ্ছি। ঘড়িয়ালটি রেসকিউসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরটিভি/এসএপি-টি