গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর নিজ এলাকা পটুয়াখালী-৩ আসন (গলাচিপা ও দশমিনা) থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা হাইস্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
ভিপি নুরু বলেন, অনেকে বিভ্রান্তি ছড়িয়েছেন ভিপি নুর ঢাকা থেকে নির্বাচন করবেন। সে (ভিপি নুর নিজে) সারা বাংলাদেশ থেকেই নির্বাচন করতে পারে। কিন্তু মা-মাটিকে তো ভুলে যাওয়া যায় না। এই চরের কাদামাটি, নদীর পানি গায়ে মেখে বড় হয়েছি। এত তাড়াতাড়ি ভুলে যাই কী করে? আপনারা যদি সমর্থন করেন, তাহলে পটুয়াখালী-৩ থেকেই নির্বাচন করবো।
তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের পতন হলেও কেউ কেউ খেয়াঘাট-ফেরিঘাট-লঞ্চঘাট ও বাস স্ট্যান্ড দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করেছে। এই দখলবাজ-চাঁদাবাজ-টেন্ডারবাজ মাফিয়াদের প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি তেমনিভাবে এদেরকেও হটাতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ‘জুলুম-অবিচার করবেন না। জুলুমকারী, অত্যাচারকারীদেরকে আল্লাহ্ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সব থেকে বড় উদাহরণ শেখ হাসিনা। অত্যাচার, নির্যাতন, দাম্ভিকতার কারণে হাসিনার নিষ্ঠুর পতন হয়েছে। পালাবার সময় জুতা, কাপড় চোপড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রটুকুও নিতে পারেননি, এক কাপড়ে হেলিকপ্টারে পালিয়ে গেছেন।
সকল রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে ভিপি নূর বলেন, শেখ হাসিনার মতো কাজ করিয়েন না। যাতে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে না হয়। গলাচিপা-দশমিনায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, চরমোনাই বলে কিছু নেই। আমরা সকলে মিলেমিশে থাকবো। বিপদে পড়লে একে অপরের পাশে দাঁড়াবো।
প্রশাসনের উদ্দেশ্যে ভিপি নুর বলেন, আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করেছিল, বিশেষ কোনো দলের প্রতি তেমনি পিরিত দেখাতে যাবেন না। কোনো দলের সঙ্গে বৈষম্য আচরণ করবেন না। এ প্রথাগত রাজনীতি ভাঙতে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। সকলকে ইতিবাচক কার্যক্রমের মানসিকতার হতে হবে।
গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম ফাহিম, সহসভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্মসাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, আনিসুর রহমান মুন্না, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক ইউছুফ কাজী, ঢাকা মহানগর (উত্তর) সাধারণ সম্পাদক আব্দুর রহিম, চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের নেতা মো. শামীম গাজী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দলের জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মো. শাহ আলম সিকদারসহ দলের স্থানীয় নেতারা। এ ছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন, গলাচিপার চর বিশ্বাস এলাকার মো. ইদ্রিস হাওলাদার ও মো. হাতেম মাস্টার, গলাচিপা পৌর শহরের মো. রেজাউল হাওলাদার, গোলখালীর ডা. অনুতোষ দাস। জনসভা শেষে জুলাই-আগস্ট বিপ্লব তথা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিহত গলাচিপা উপজেলার পাঁচ শহীদ পরিবারকে ক্রেস্ট প্রদান করা হয়।
আরটিভি/এএএ/এসএ