• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo
ঘূর্ণিঝড় রেমাল / বাঁধ ভেঙে প্লাবিত রাঙ্গাবালীর ২০ গ্রাম 
খালে ভেসে ‘টর্পেডো’সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক 
পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি খালে টর্পেডো সদৃশ বস্তু ভেসে এসেছে। বস্তুটি দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রাম-সংলগ্ন ভাঙা খালে টর্পেডোনামক অস্ত্রটি দেখতে পান এলাকাবাসী।  এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুটির দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৪ ফুট। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল দিয়ে এটি ভেসে আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। এটি টর্পেডো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টর্পেডো ডুবন্ত থাকে এবং এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা জলের নিচের বিস্ফোরক।