• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচার, ৩ বন কর্মকর্তা বরখাস্ত
বিপন্ন প্রজাতির ২ ভালুক শাবক উদ্ধার, আটক ১
বান্দরবানের আলীকদমে বিপন্ন প্রজাতির দুটি ভালুক শাবক উদ্ধার করেছে পুলিশ। এ সময় বন্যপ্রাণী পাচারের দায়ে মো. আলাউদ্দিন নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন। আটক মো. আলাউদ্দিন (২৪) আলীকদম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পালং পাড়ার বাসিন্দা শামশুল আলমের ছেলে। পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের শিবাতলী পাড়া এলাকার আলীকদম-চকরিয়া সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আলীকদম-চকরিয়াগামী মো. আলাউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে তার মোটরসাইকেলে বস্তার মধ্যে অচেতন অবস্থায় দুটি ভালুকের শাবক উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও বলেন, বন্যপ্রাণী পাচারের দায়ে মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ভালুক শাবক দুটি চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে উন্মুক্ত করার বিষয়ে বন বিভাগের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া বান্দরবানের বনাঞ্চল থেকে বন্যপ্রাণী পাচার রোধে বান্দরবান পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।