• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
থানচিতে আবারও পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্য নিহত
বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন। আটক করা হয়েছে আরও এক কেএনএফ সদস্যকে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।  বুধবার (২৬ জুন) সকালে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের চিংসং পাড়ায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের তাজিংডং এলাকা সংলগ্ন চিংসং পাড়ায় কেএনএফ সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল বুধবার সকালে অভিযানে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কেএনএফ সদস্যরা গুলি করলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কেএনএফ এক সন্ত্রাসী নিহত হয়। আটক করা হয় কেএনএফের আরেক সদস্যকে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় নিহত ও আটক কেএনএফ সদস্যের নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী। তিনি বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় আরেক কেএনএফ সদস্যকে আটক হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।’
আলীকদমে গভীর রাতে তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলা, থমথমে পরিস্থিতি
সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি : জানা গেল লুট হওয়া টাকার পরিমাণ
বান্দরবানের রুমার পর এবার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি