• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত
ফসলি জমির মাটি কাটায় ৭ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন- উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ এলাকার শেখ জুনায়েদ, ‍ওসমান গণি ভূঁইয়া ও মজিবুর রহমান। তাদের মধ্যে শেখ জুনায়েদ ও ওসমান গণি ভূঁইয়াকে দুই লাখ করে চার লাখ টাকা এবং মজিবুর রহমানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, ধরধার এলাকার একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বড় বড় ট্রাকে কুমিল্লার বিভিন্ন ব্রিকফিল্ডে বিক্রি করে। প্রতি রাতে ৪০-৫০টি ট্রাক ৭-৮ বার মাটি নিয়ে যায়। সন্ধ্যার পর থেকে ভোর রাত্র পর্যন্ত মাটি কাটা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা বিভিন্ন জায়গা থেকে প্রায়ই জমি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিল। বিশেষ করে উপজেলার ধরখার ইউনিয়নে বেশি মাটি কাটা হচ্ছিল। সন্ধ্যার পর জমি থেকে মাটি কেটে ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসব সংবাদের পরিপ্রেক্ষিতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রুহি অভিযান পরিচালনা করেন। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার-উজানিসার ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশের কৃষি জমি থেকে মাটির কাটার সময় মাটি ভর্তি পাঁচটি ট্রাক চালকসহ আটক করে। পরে ট্রাকগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে আসা হয়েছে। ট্রাকচালকরা বেতনভুক্ত কর্মচারী হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ 
৫০০ টাকার জন্য মামাতো ভাইকে খুন
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত প্রায় গুটিদাড়া খেলা অনুষ্ঠিত
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু
চীনে দেখা দেওয়া ভাইরাস এইচএমপিভি ভারতসহ বিভিন্ন দেশে আশংকাজনক হারে বাড়তে থাকায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরিক্ষা ডেস্ক চালু করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকালে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা ডেস্ক চালু করেন জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. শাখাওয়াত হোসেন।  এ সময় ভারত থেকে আসা যাত্রীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।  স্বাস্থ্য পরীক্ষা ডেস্ক চালু করা সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান। জানা যায়, নতুন করে দেখা দেওয়া এইচএমপিভি ভাইরাস রোধ করার জন্য বাংলাদেশ স্থলবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়। সতর্কতাস্বরূপ প্রাথমিকভাবে ভারত থেকে আসা যাত্রীদের নামের তালিকাভুক্ত করে শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করা, যাত্রীদের মুখে মাক্স ব্যবহার, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘এইচএমপিভি ভাইরাস প্রতিরোধ রোধে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা হিসেবে একটি অস্থায়ী মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখানে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ধাপে ৪ জন স্বাস্থ্য সহকারী কাজ করবে। প্রাথমিকভাবে করোনাকালীন যে সতর্কতাগুলো মানুষের কাছে পৌঁছানো হয়েছিল সেই সতর্কতাগুলোই এই ভাইরাসের ক্ষেত্রেও অবলম্বন করা হচ্ছে। যেমন— শরীরের তাপমাত্রা নির্নয়, মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য পরামর্শ দিয়ে আগত যাত্রীদের সতর্ক করা হচ্ছে।’  তিনি আরও বলেন, ‘এই ভাইরাস নিয়ে জনমনে যেন কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না হয়, সে বিষয়েও আমরা কাজ করছি।’ আরটিভি/এমকে
নদীর ব্যাপারে ভারতকে বিশ্বাস করা যায় না: ড. মনজুর
জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, নদীর ব্যাপারে ভারতকে বিশ্বাস করা যায় না। তাই বাংলাদেশকে পানির ব্যাপারে স্বনির্ভর হতে হবে। বর্ষাকালে পানি ধরে রাখতে হবে। ভারতের ওপর ভরসা করে থাকা যাবে না। শনিবার (১১ জানুয়ারি) নদী ও প্রকৃতি সুরক্ষাবিষয়ক সংগঠন ‘তরী বাংলাদেশ’ আয়োজিত নদী সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পূর্বপাড় কাশিনগর এলাকায় এ সম্মিলন অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুত্রের পানি ভারত তার পশ্চিমাঞ্চলের ট্রান্সফার করতে চায় উল্লেখ করে ড. মনজুর বলেন, এটি বাংলাদেশের জন্য সমূহ বিপদ। ভারত থেকে যেসব নদী বাংলাদেশে প্রবেশ করেছে, এসবের মাধ্যমে ব্যাপক পরিমাণ পানি বঙ্গোপসাগরে পড়ে। বর্ষাকালে প্রতি মিনিটে ১ লাখ ৪০ হাজার কিউবিট মিটার পানি এসব নদী দিয়ে বাহিত হয়। তবে সেসব নদী থেকে গ্রীষ্মকালে ৫ শতাংশ পানি বাংলাদেশে আসে। এগুলো ভারত জিও পলিটিক্সে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তিনি আরও বলেন, ‘গ্রীষ্মকালে ভারত পানি তো দেয়ই না, উল্টো গঙ্গার পানি ব্যাপকভাবে নিয়ে যাচ্ছে। তাছাড়া নদী সীমান্তে ভারতের কমপক্ষে ৫০টি ড্যাম রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের পানি যখন বেশি দরকার, তখন কম দেয়। যখন কম দরকার, তখন বেশি পানি দিয়ে জটিলতা সৃষ্টি করে। সিলেট ও ফেনীর বন্যা সেগুলোর সাম্প্রতিক প্রমাণ।’ তিনি তিস্তা প্রকল্প গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান।  সম্মেলনে তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন লেখক সাংবাদিক আমিন আল রশীদ, রিভার ফাউন্ডেশন চেয়ারম্যান মনির হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ কিউ এম সোহেল রানা।  আরটিভি/এআর
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামের
বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. গোলাম ফারুক।  অনুষ্ঠানে মাছিহাতা ইউনিয়ন জামায়াতের সভাপতি নাদির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মো. দ্বীন ইসলাম ভূঁইয়া, ব্যবসায়ী মো. আমির হামজা ভূঁইয়া, মাওলানা মো. ইয়াছিন মিয়া প্রমুখ।  এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলাম মানুষের কল্যাণে কাজ করে থাকে। সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ বিনির্মাণে দলটি সর্বদা সচেষ্ট। চলমান তীব্র শীতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে জামায়াতে ইসলাম দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে জেলার সদর উপজেলায় ৬ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচী অব্যাহত থাকবে। পরে অতিথিবৃন্দ ৬ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। আরটিভি/এএএ 
বিজয়নগরে বিএনপির শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।   মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।  শীতবস্ত্র বিতরণে অর্থায়ন করেন ব্রাহ্মণবাড়িয়া লিরিক গ্রুপের চেয়ারম্যান সেলিম মিয়া (সিআইপি)। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত সাত শতাধিক অসহায় পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।  সাবেক ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি লুতফুর রহমান লাফুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন ভূঁইয়া। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাষ্টু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি আসাদুজ্জামান আসাদ, জিয়া উদ্দিন খান নয়ন, ওলি উল্লাহ ভূঁইয়া, শাহীন মেম্বার, মানিক সরকার, চমক ভূঁইয়া, মহিবুর সরকার ও ইসলামপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাফুজ মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার আহমেদ, চম্পকনগর ইউনিয়ন বিএনপি নেতা আমির খাঁ, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য খলিলুর রহমান প্রমুখ।  আরটিভি/এএএ
সবাই ঐক্যবদ্ধ থাকলে আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না: রুমিন ফারহানা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যদি সঠিক মানুষদের ভোটে নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আমি বলেছিলাম ২০২৪-এ হাসিনা নির্বাচন করতে পারেন, কিন্তু এক বছরের বেশি মসনদে টিকতে পারবেন না। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, ৭ মাসও টিকতে পারেননি। গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিয়েছেন, আর আসতে পারেননি। সংস্কার ভালো জিনিস উল্লেখ করে তিনি বলেন, সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। বিএনপির নেতাকর্মীরা এর বিরুদ্ধে না। সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটি মানুষের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। অরুয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। আরটিভি/আইএম/এআর
কর্মস্থলে ফিরলেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার
ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ কর্মস্থলে ফিরে গেছেন।  মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে এক মাস তিনদিন পর তিনি রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী কমিশনে যোগদান করেন। এর আগে গত ৫ ডিসেম্বর এক সংক্ষিপ্ত নোটিশে তাকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রে জানা গেছে, ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন গত ২ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে।  ভারতের এ পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানা গেছে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন আক্রান্ত হওয়ার পর নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদের বলেন, আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর সেখান থেকে ভিসা ইস্যুসহ কনস্যুলার সেবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে সে বিষয়ে তিনি কোনো সদুত্তোর দিতে পারেননি। আরটিভি/এএএ/এআর