• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
বাংলাদেশের দানব ছিলেন শেখ হাসিনা: ইঞ্জিনিয়ার শ্যামল 
পুলিশের মাথা ফাটাল তাহেরী ভক্তরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির নিলাখাদ গ্রামে গিয়াস উদ্দিন আত তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে বাবুল মিয়া (৪৪) নামে এক এসআইয়ের মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানা ফিরে গেছেন।  শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।  ঘটনার বর্ণনা দিয়ে আহত বাবুল জানান, শুক্রবার বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন আত তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশসদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজীব হাসান বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে। বাম হাতেও আঘাত পেয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’ আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ‘মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়।’ আরটিভি/এমকে/এআর
ঢাকা টু আখাউড়া লংমার্চ: ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান 
বিএনপির ৩ সংগঠনের লং মার্চ আখাউড়া পৌঁছেছে
‘দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই, বন্ধু আছে’
সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব: ফারুক-ই-আজম
বিএনপির অবস্থানকে নষ্ট করতে অপশক্তি ষড়যন্ত্র করছে: ইঞ্জিনিয়ার শ্যামল 
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপি জনগণের ভালোবাসার দল। আমরা চাই না ফ্যাসিস্ট সরকারের মতো জনগণ আমাদের বিরুদ্ধে দাঁড়াক। প্রশাসনকে বলতে চাই, কোনো মিথ্যা মামলা দিয়ে জনগণকে বিএনপির মুখোমুখি দাঁড় করাবেন না। মামলায় যারা সঠিক আসামি তাদের নাম দেবেন। অনেক অপশক্তি ষড়যন্ত্র করছে বিএনপির অবস্থানকে নষ্ট করার জন্য।  শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বুধন্তী ইউনিয়নের খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, বিগত ১৬ থেকে ১৭ বছর আমরা যেখানে কর্মসূচি দিয়ে এই বুধন্তী ইউনিয়নের নেতাকর্মীরা সকল পরিস্থিতি মোকাবেলা করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। বিগত ১৬ বছরের স্বৈরাচার আওয়ামী লীগ দেশ শাসন করেছে ঠিকই, কিন্তু তাদের পাশে গুটি কয়েক সুবিধাবাদী লোক ছাড়া কেউ ছিল না। বাংলাদেশে ইতিহাসে এই প্রথম আওয়ামী লীগের নেত্রী পালিয়েছে, সেই সাথে তাদের তিনশত এমপিও পালিয়ে গেছে। আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ে মধ্যে সংস্কার করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়।  বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, বিএনপি নেতা আলী আজম, মনির হোসেন, ভিপি লিটন, মাঈনুল হক, নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাপ্পু, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, যুবদল নেতা আতিকুল হক জালাল, জসিম উদ্দিন, রাশেদুল হক, রাশেদ কবির আকন্দ, আজহার উদ্দিন চৌধুরী দিদার, সোহাগ মিয়া, মামুন মিয়া, যুবনেতা  সাঈদ হাসান সানি, মোকারম হোসেন আদি, রাশেদ সওদাগর, কামরুল, মহিবুর রহমান ডিকন। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাজিদুর রহমান, রেদওয়ান হক শিশ, শাহাদত হোসেন হৃদয় প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  আরটিভি/এমকে/এআর
আইনজীবী হত্যার বিচারের দাবিতে আখাউড়ায় বিক্ষোভ মিছিল
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ও সাধারণ মানুষ।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আখাউড়া মডেল মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখাউড়া পৌর মুক্তমঞ্চে সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে ‘ইসকনকে’ নিষিদ্ধ করার দাবিও জানান তারা। এর আগে মঙ্গলবার বিকেলে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষ চলাকালে হামলার শিকার হয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের (৩৫) মৃত্যু হয়। আরটিভি/এএএ 
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় আব্দুর রহমান হারুন (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের এক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আখাউড়া থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম।  গ্রেপ্তার আব্দুর রহমান হারুন হবিগঞ্জের চুনারুঘাটের ওলুকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি চুনারুঘাট উপজেলার ওলুকান্দি গ্রামের আলফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা চলমান রয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, কেউ যেন ভারতে পালিয়ে যেতে না পারে সে জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ সতর্ক রয়েছে। যাদের পাসপোর্টে নিষেধাজ্ঞা রয়েছে তাদেরকে আমরা ইমিগ্রেশন করতে দিচ্ছি না। ওই ছাত্রলীগ নেতার নামেও নিষেধাজ্ঞা থাকায় তাকে গ্রেপ্তার করেছি। আরটিভি/এএএ
ছাত্ররা যখন পারছিল না, তখন বিএনপি পাশে দাঁড়িয়েছে: সেলিম ভূঁইয়া
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতা জুলাই বিপ্লবে দীর্ঘদিন আন্দোলন করেছেন। এই জনতা কারা ছিল? এই জনতা আদলে ছিল বিএনপি। বিএনপি ছাত্রদের সবকিছু দিয়ে সহায়তা করেছে। তিনি বলেন, ছাত্ররা একপর্যায়ে মাঠে যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। সব নির্দেশনা ছিল তারেক রহমানের। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম ভূঁইয়া। শেখ হাসিনার শাসনামলে মানুষকে শোষণ করা হয়েছে উল্লেখ করে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দেশের মানুষ ছিল জিম্মি। সেই সরকারের দোসররা এখন পতনের পর বিএনপির নানান পর্যায়ের নেতাদের সঙ্গে যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করতে চাচ্ছে। বিএনপি জনগণের দল, এই দলে হাইব্রিডদের জায়গা নেই। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলাম প্রমুখ। আরটিভি/এএএ/এস
ভারত পালানোর সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সীমান্তপথে ভারত পালানোর চেষ্টাকালে নান্টু কুমার কর (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। রোববার (২৪ নভেম্বর) বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা। আটককৃত নান্টু কুমার কর চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। তিনি ফাজিলকারহাট ইউনিয়নের দৌলতপুর করপাড়া গ্রামের বাসিন্দা শচীন্দ্র করের ছেলে। নান্টু কর বন্দরের ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কনটেইনার ইয়ার্ডে কর্মরত ছিলেন। ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা ভারতে পালানোর চেষ্টা করছেন এমন খবর আসে বিজিবির কাছে। এ সংবাদের ভিত্তিতে আখাউড়া স্থলবন্দর আইসিপি ক্যাম্পের জওয়ানরা বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে নান্টু কুমার করকে দুপুরে আটক করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে গেল ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে। আটক আওয়ামী সরকারের সুবিধাভোগী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। আরটিভি/এফআই/এস
ভারতে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদে‌শি তরুণী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শুক্রবার (২২ নভেম্বর) সকালের দিকে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।  আটককৃতরা হলেন- খুলনা সদর উপজেলার জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে স্বপ্না বেগম অপরজন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হুগলা বুনিয়া ইউনিয়নের বুড়িয়াখালী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।  সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আটক দুইজন প্রায় ৩ মাস আগে অবৈধভাবে ভারতের ত্রিপুরা রাজ্যে যান। রাজ্যের রাজধানী আগরতলা শহরে বাসাবাড়িতে তারা উভয়ে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরার লঙ্কামুড়া সীমান্তপথে অবৈধভাবে ভারতীয় মানব পাচারকারী রাহুল দাসের মাধ্যমে পাঁচ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশি মানব পাচারকারী দালাল সাইমুনের সহযোগিতায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ২০২২/৯-এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার সময় আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের টহলরত জওয়ানরা। ২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতেয়াজ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। তাদেরকে রাতেই আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।  আরটিভি/এএএ