• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo
বিজয়নগরে বিএনপির শীতবস্ত্র বিতরণ
ফের পুলিশের ওপর হামলা করল তাহেরী ভক্তরা
ফের পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরীর ভক্তদের বিরুদ্ধে।  রোববার (১৫ ডিসেম্বর) সকালের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  এ সময় তাহেরীর ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। আর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বিল দিয়ে পালিয়ে গ্রেপ্তার থেকে রক্ষা পান। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে তাহেরি পালিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে। আরটিভি/এএএ/এআর
ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় আসলেন বিএনপি নেতারা!
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত
বিজয়নগরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২০ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস আই সাইফুল ইসলাম। এর আগে একই দিন ভোরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া গাজী মিয়ার বরই বাগানের দক্ষিণ পাশ থেকে তাকে আটক করা হয়।  আটক জুয়েল মিয়া (৩০) বিজয়নগর উপজেলার দুলালপুর পূর্ব পাড়ার শাহজাহান মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল নিয়ে অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। আরটিভি/এএএ/এআর
বিজয়নগরে বাবার হাতে ছেলে খুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছেলে খুন হওয়ার ঘটনা ঘটেছে।  সোমবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম।  এর আগে রোববার সন্ধ্যার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এনায়েতুল্লাহ (২০) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে। অভিযুক্ত জয়নাল মিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত রয়েছেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়, নিহত এনায়েতুল্লাহ কিছুদিন আগে সৌদি আরব থেকে ফেরত আসেন। বিদেশ থেকে ফেরত আসায় তিনি হতাশ ছিলেন। এ কারণে তার পারিবারিক কলহ দিন দিন বাড়তে থাকে। রোববার সন্ধ্যার পরে নিহতের বাবা জয়নাল মিয়া পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় এনায়েতুল্লাহর ওপর রড ও শক্ত লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে রাস্তায় নরসিংদীতে রাত ১২টায় এনায়েতুল্লাহ মৃত্যুবরণ করেন। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে বাবা ও ভাই এর হাতে নিহতের খবর পেয়েছি। নিহতের বাবা জয়নাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাল ভোট দিতে এসে যুবক আটক, ৪ পোলিং এজেন্টকে জেল-জরিমানা 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে আসা মো. কাওসার মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অন্য দুটি কেন্দ্রে চার পোলিং এজেন্টকে জরিমানা ও জেল প্রদান করা হয়েছে।  বুধবার (৫ জুন) সকালের দিকে উপজেলার হরসপুর ইউনিয়নের আউলিয়া নগর মোহাম্মদীয়া আলিম মাদরাসা কেন্দ্র থেকে জাল ভোট দিতে আসা যুবককে আটক করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনউদ্দিন খন্দকার।  এছাড়াও কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুকট প্রতীকের পোলিং এজেন্ট মামুন ও প্রজাপতি প্রতীকের এজেন্ট সহিদ মিয়াকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।  এ দিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছতরপুর উচ্চবিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বারবার মুঠোফোন ব্যবহার করতে নিষেধ করেন। তারপরও দুই পোলিং এজেন্ট হারুন মিয়া (২৪) ও শাহানা বেগম (৫২) সঙ্গে মুঠোফোন রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এ দিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান বিজয়নগর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরা রয়েছেন। এছাড়াও মাঠে দায়িত্ব পালন করছেন দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  নির্বাচনে চেয়ারম্যন পদে ৬ জন, ভাইস চেয়ারম্যন (পুরুষ) পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যন পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলা গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫৩৮ জন। মোট ভোট কেন্দ্র ৭৮টি।
বিজয়নগরে ভোট উৎসব শুরু
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভোটগ্রহণ শুরু হয়েছে।  বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।  এ দিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান বিজয়নগর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক।  তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের, র‌্যাব, বিজিবি, আনসারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। নির্বাচনে চেয়ারম্যন পদে ৬ জন, ভাইস চেয়ারম্যন (পুরুষ) পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যন পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলা গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫৩৮ জন। মোট ভোট কেন্দ্র ৭৮টি। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে সক্রিয় ছিলেন ৩ জন প্রার্থী। প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ঘোড়া প্রতীক, লিরিক গ্রুপের ডিরেক্টর আল জাবের (জাবেদ আহমেদ) আনারস প্রতীক ও কাপ-পিরিচ প্রতীক।
বিজয়নগরে নিখোঁজ নারী প্রার্থী নারায়ণগঞ্জে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তারের খোঁজ পেয়েছে পুলিশ।  বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২টার দিকে খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম।   এর আগে সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাইওয়ে থানায় নিজেদের হেফাজতে নিয়ে আসে।  ওসি বলেন, ‘কিভাবে কি হয়েছে সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে। তাকে বিজয়নগর থানায় নিয়ে আসলে বিস্তারিত জেনে পরে জানাবো।’ প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, ‘বিজয়নগর থানা জানিয়েছে আমার স্ত্রীকে তারা পেয়েছেন। তিনি নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে থানাতে আছেন। আমি গাড়ি নিয়ে সেখানে যাচ্ছি, কিভাবে কি হয়েছে গিয়ে জানাতে পারব।’ তিনি আরও বলেন, ‘আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ক্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্টের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান। মঙ্গলবার (২৮ মে) দুপুরে হরষপুর ইউনিয়নে দুজন সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাহিরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন। প্রায় ১৫ মিনিট পার হলেও বের হয়ে না আসায় ওই  দুই সহযোগী ভেতরে যান। কিন্তু প্রীতিকে আর খুঁজে পাননি। সঙ্গে সঙ্গে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি অবগত করা হয়।’  পরে এ বিষয়ে থানায় জিডি করেন বলেও জানান প্রীতির স্বামী মাসুদ খন্দকার। 
গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. মামুন মিয়া (২৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।  রোববার (১৯ মে) বিকেলের দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া সোনামুড়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টি আসছে দেখে বাড়ির পাশের জমিতে থাকা গরু আনতে যান মামুন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ‘উপজেলায় হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মামুন নামে এক দিনমজুর।’