• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo
শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ শিক্ষার্থী, ৭ জন হাসপাতালে
পুলিশের হাতে কামড় দিয়ে পালালো যুবলীগ নেতা, ওসিসহ আহত ৭
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় সোমবার (১১ নভেম্বর) পুলিশ বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই নাসির উদ্দিন, এসআই মো. সামিম ভূঁইয়া, এএসআই রমজান চৌধুরী, এএসআই মো. আবদুর রসিদ, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই বিল্লাল হোসেন এবং পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারি পারোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। আসামি হালিম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়।  নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, হালিম মিয়া আওয়ামী লীগের একজন দুর্ধর্ষ ক্যাডার, কুখ্যাত সন্ত্রাসী ও যুবলীগ নেতা। তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় হঠাৎ তার সমর্থকরা পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় আসামি হালিম মিয়া আমাকেসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকে কামড় দেন। আরটিভি/এমকে-টি
মেঘনা থেকে ১৫ লাখ টাকার বালু লুট হচ্ছে প্রতিদিন, নীরব প্রশাসন
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ৬
নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন
সুষ্ঠু ভোট হলে বিএনপি ২৫০ আসনে জিতে সরকার গঠন করবে: রুমিন ফারহানা
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাইয়ান আহমেদ ফাহাদ (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২জন।  শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাধিকা-নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার (৩০) ও সদর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (৪০) আহত হয়েছেন। হাসপাতাল ও দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার একটি সভায় অংশ নেওয়ার জন্য ওই দুই ছাত্রদল নেতাসহ চারজন দুটি মোটরসাইকেলযোগে কসবায় যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণহাতা এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাইয়ানকে মৃত ঘোষণা করেন। বাকি দু্ইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  আরটিভি/আইএম/এআর
বসতঘরে ৪ জনের মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসতঘর থেকে উদ্ধার হওয়া ২ সন্তানসহ এক দম্পতির মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। পাশাপাশি কবরে তাদের সমাহিত করা হয়েছে বলে জানা যায়। রোববার সন্ধ্যায় তাদের মরদেহ নবীনগর পৌর এলাকার ইমাম বাড়ি কবরস্থানে দাফন করা হয়।  দাফন সম্পন্ন হওয়া চারজন হলেন- সোহাগ মিয়া (৩৫), তার স্ত্রী জান্নাতুল ইসলাম (২৫), তাদের দুই শিশুসন্তান ফারিয়া আক্তার (৪) ও ফাহিমা আক্তার (২)। সোমবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম। স্থানীয়রা জানান, রোববার সকালে পৌর এলাকার বিজয়পাড়ার বসতঘর থেকে ২ সন্তানসহ এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের মরদেহগুলো পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে তাদের মরদেহ বাড়ি নিয়ে আসা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী। শনিবার দিনগত রাতে খাওয়াদাওয়া শেষে স্ত্রী ও দুই সন্তান নিয়ে স্বাভাবিকভাবে ঘুমাতে যান। রোববার সকালে তারা ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। এতে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভেতরে তাদের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
কচুরিপানায় তৈরি হচ্ছে উন্নত সার, খুলছে সম্ভাবনার দুয়ার
কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে জৈবসার। দামে কম ও মানে ভালো হওয়ায় এতে আগ্রহ বাড়ছে কৃষকদের। ব্যবহারে সুফল পাওয়ায় বাজারজাত করে বিক্রিও করা হচ্ছে এ সার। এর ফলে কমছে রাসায়নিক সারের ব্যবহার। রিজার্ভের এ সংকটে মুহূর্তে সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রার।  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তৈরি হচ্ছে জলকমল নামে পরিচিত এ সার। এটি  সবুজ শাকসবজি চাষে ব্যবহারে হচ্ছে। ব্যবসার পাশাপাশি এতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে স্থানীয় বেকার যুবকদের। মূলত অতিরিক্ত কচুরিপানার ফলে জেলার নৌপথ সংকুচিত হয়ে আসছিলো। পাশাপাশি ঝুঁকিতে পড়ে ওই এলাকার বিভিন্ন জলজ উদ্ভিদ। নৌপথ স্বাভাবিক রাখতে কচুরিপানা পরিষ্কার করে তা উৎপাদনশীল কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ।   এই সার কীভাবে উৎপাদন হয়? প্রথমে নদী থেকে কচুরিপানা সংগ্রহ করা হয়। এরপর শেকড়ের অংশ কেটে দেড় টন পরিমাণ স্তূপ সাজনো হয়। ওই স্তুপে ১৫ সেন্টিমিটার পর পর ২শ’ গ্রাম করে ইউরিয়া, ট্রাইকোডার্মা ছত্রাক ও চুন ছিটানো হয়। এভাবে ধাপে ধাপে তৈরি হচ্ছে কচুরিপানার জৈবসার জলকমল। নবীনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আবু নোমান বলেন, এই সার তৈরিতে সময় লাগে মাত্র দুই মাস। প্রাথমিকভাবে ১০ জন কৃষকের সমন্বয়ে তৈরি প্ল্যান্ট থেকে প্রতিমাসে ৫ টন সার উৎপাদন করা যায়। নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, উপজেলায় এ জৈবসার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার কমেছে ২৫ ভাগ। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ও হচ্ছে। এ দিকে এ প্রকল্পটি উদ্ভাবনী মেলায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাণিজ্যিকভাবে ১০টি প্ল্যান্ট স্থাপন করা হলে প্রতিমাসে ৫০টন জৈব সার উৎপাদন সম্ভব, যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। 
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে খাদে, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে নবীনগর রাধিকা সড়কের উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই বারহতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ব্রাহ্মণহাতার বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার রুটি গ্রামের শাহজাহানের ছেলে এনামুল (২৬)। এ ঘটনায় রাকিব (১৫) নামের আরও একজন আহত হন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। তিনি জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল ও তার তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবেক এমপির গাড়িবহরে হামলা
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় সলিমগঞ্জ সরকারি হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় সাবেক এমপির ব্যক্তিগত পিএস সাইফুর রহমান সোহেল ও গাড়িচালক ফারুক আহত হয়েছেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ জানুয়ারি নির্বাচনের দিন হামলার শিকার হন নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক। এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের অনুসারী আমিনুল, ইশতিয়াক, রুবেল, শান্তসহ ১০-১২ জন অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বাজারের লোকজন এগিয়ে এলে পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল আটক করা হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।