• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo
চাঁদপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।  বুধবার (১৫ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল।  তিনি জানান, উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম গাজী। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের আলী গাজী বাড়ীর মৃত আশ্রাফ আলী গাজীর ছেলে। তিনি ১ ছেলে ৪ কন্যাসন্তানের জনক। স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন গাজী বলেন, সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে চলে এসেছেন এবং বাড়িতেই থাকতেন। গত এক সপ্তাহ পূর্বে তিনি বাড়ি থেকে শহরে আসার সময় ওয়ারলেস এলাকা থেকে নিখোঁজ হন। এই বিষয়ে পরিবার থেকে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। জানতে পারলাম আজ তার মরদেহ নদী থেকে পুলিশ উদ্ধার করেছে। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা থানায় এসেছেন। ময়নাতদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরটিভি/এএএ-টি 
চাঁদপুর পৌর এলাকায় অভিযান, ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
যানজট নিরসনে চাঁদপুর পৌরসভায় চলবে দুই রঙের ইজিবাইক
চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মেঘনায় অভিযানে ৯ বেহুন্দি জাল জব্দ
চাঁদপুরে ৫০০ কেজি জাটকা জব্দ
চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে ৫০০ কেজি (সাড়ে ১২ মণ) জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত জাটকা কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা উপকূলীয় চরভৈরবী মাছঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়। এ সময় চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ইলিশ প্রকল্পের মনিটরিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফজলুর রহমান বলেন, জব্দকৃত জাটকা বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এএএ-টি   
চাঁদপুরে ২ ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার দুটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন চাঁদপুরের যৌথ উদ্যোগে অভিযান করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে সদর উপজেলার মেসার্স এ বি এম ব্রিকস মালিক আফজাল হোসেনকে ২ লাখ টাকা ও ফরিদগঞ্জ উপজেলার মেসার্স বাগপুর ব্রিকসের মালিক মো. খোরশেদ আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।  ভ্রাম্যমাণ আদালত প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।  ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের চৌকস দল সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ আরটিভি/এমকে/এস
চাঁদপুর সদরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
চাঁদপুর সদর উপজেলায় স্বামী পরিত্যক্তা রুজিনা বেগম (৩৬) নামে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় হাশিম মিজি (৫৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার রুজিনা বেগম।  মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামে ধর্ষণের শিকার রুজিনা বেগম পশ্চিম হোসেনপুর মিজি বাড়ির আব্দুর রহমান মিজির মেয়ে। আর আসামি হাশিম মিজি একই বাড়ির মৃত মোহাম্মদ মিজির ছেলে। আসামি হাশিম মিজিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।  এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আওলাদ হোসেন বলেন, মামলার বাদী রুজিনা বেগম আত্মসম্মানের ভয়ে বিষয়টি এতদিন গোপন রাখেন। এ ছাড়া আসামি তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। গর্ভের অনাগত সন্তান যে কোনো সময় নষ্ট করে দিতে পারে শঙ্কায় তিনি মামলা করেন। আসামিকে গ্রেপ্তারের পর সোমবার আদালতে পাঠানো হয়। আরটিভি/এমকে/এস
চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
চাঁদপুরের মতলব দক্ষিণে স্ত্রী লাকী বেগমকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী মোস্তফা মিয়া (৪৫) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।  সোমবার (১৩ ডিসেম্বর) সকালে মতলব দক্ষিণ উপজেলার শাহারপাড় এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করে স্বামী মোস্তফাকে আটক করে পুলিশ।  পরে আহত মোস্তফা মিয়াকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।  স্বজনরা জানান, মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুর গ্রামের অটোরিকশা চালক। তাদের ২০০৯ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে।  আহত অবস্থায় মোস্তফা মিয়া জানান, তার স্ত্রী মুঠোফোনে ভিডিও কলে ব্যবসায় জড়িয়ে পড়েন। এতে রাত থেকে তাদের বাকবিতন্ডা হয়। সকালে পুনরায় বাকবিতন্ডা হলে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে। পরে স্ত্রীই তাকে সেই ছুরি দিয়ে পেটে আঘাত করেছেন। মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহতয়ার চেষ্টা করেছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এমকে-টি
চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ 
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন সপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তার ছোট ছেলে মো. তাহিম হাসান ফাহিম (১২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, বড় ছেলে ও পুত্রবধূ এবং সিএনজির চালকসহ ৫ জন আহত হয়েছেন।  শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় আইদি পরিবহনের একটি বাস ও সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টোরাগড় এলাকার মজুমদার বাড়ির বাসিন্দা কাজী মনির হোসেন চাঁদপুর থেকে সিএনজিতে হাজীগঞ্জে আসছিলেন। পথে চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।  এ সময় স্থানীয়রা ছুটে এসে সিএনজি থেকে মো. তাহিম হাসান ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং আহত কাজী মনির হোসেন ও তার স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে তার পুত্রবধূ (ছেলে হৃদয়ের স্ত্রী) ও সিএনজির ড্রাইভারকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে পুত্রবধূকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাজী মনির হোসেনের স্বজন ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ভোকেশনাল বিভাগের সমন্বয়ক মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, কাজী মনির হোসেনসহ তার পরিবারের ৫ জন সদস্য নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আইদি বাস চাপায় তাহিম ঘটনাস্থলে মারা যান। এ সময় কাজী মনিরের পরিবারের সবাই ও সিএনজির চালক আহত হয়েছেন। তার পুত্রবধূকে ঢাকায় পাঠানো হয়েছে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।  তিনি বলেন, কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এএএ  
জামায়াতকে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি: মুহাম্মদ তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিএনপি রাজাকার বলে মিথ্যা অপবাদ দিচ্ছে অভিযোগ করে দলটির প্রতি ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। শনিবার (১১ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে বিকেলে ও শাহরাস্তি কালিবাড়ি মাঠে সকালে পৃথক উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামীকে রাজাকার বলে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি। ২০ বছর একসঙ্গে মিছিল-মিটিং করেছেন, আপনারাতো তার ভাগীদার। সমালোচনা না করে আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি। তিনি বলেন, মির্জা ফখরুল ও নজরুল ইসলাম সম্প্রতি বলেছেন জামায়াতের সঙ্গে দূরত্ব নাই। তারা জাতীয় ঐক্য চান। আসুন দেশ গঠনে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। সমালোচনার পর্যালোচনার মিথ্যাচারের রাজনীতি পরিহার করি।  কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা জামায়েতের সাধারণ সম্পাদক এড. মো. শাহজাহান, হাজীগঞ্জ-শাহরাস্তির জামায়াতের নেতা অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। কর্মী সম্মেলনে দুই উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন ও পতাকা নিয়ে উপস্থিত হয়। আরটিভি/এএএ