• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
ফরিদগঞ্জে বিএনপির জনসভা
ফরিদগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজে বিনির্মাণে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির জনসভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, ঢাকা মহানগর ওলামা দলের সভাপতি মো. আলমঙ্গীর খলিলী, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন।  এ ছাড়াও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর মো. খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম পাটওয়ারী, ফারুক হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিফন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, সদস্য সচিব আবু ইউছুফ চৌধুরী শাওন, ফরিদগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, প্রমুখ। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল ও সকল সংগঠনের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন। আরটিভি/এএএ 
ফরিদগঞ্জে বিএনপির জনসমাবেশ
গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন 
ফরিদগঞ্জে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ তরুণদের
চাঁদপুরে গরু চোর চক্রের ৫ সদস্য আটক
টাকার বিনিময়ে সরকারি ত্রাণ দেন ইউপি সদস্য
টাকা দিলে ত্রাণ মিলছে অন্যথায় নয়। এমন অভিযোগ উঠেছে চাঁদপুরের এক ইউপি সদস্য মুরাদ হোসেনের বিরুদ্ধে। গত ২৩ আগস্ট ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। টানা বৃষ্টিতে ফরিদগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে গোটা উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নিম্নাঞ্চল বিশেষ করে চর এলাকায় বাসা বাড়িতে পানি প্রবেশ করায় অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এ সুযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরাদ হোসেন আশ্রয়কেন্দ্রে ওঠা অসহায় ৩৩ পরিবারের কাছে ১০০ টাকার বিনিময়ে খাদ্য সামগ্রী দিয়েছেন।  আশ্রয় কেন্দ্রের বেশ কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, ইউপি সদস্য তাদের কাছ থেকে এক প্রকার জোর করে টাকা নিয়েছে। যেখানে ফরিদগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন নেমে পড়েছে মানবতার সেবায়। অথচ পাইকপাড়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য মুরাদ হোসেন এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য মুরাদ হোসেন বলেন, আমি যাতায়াত বাবদ পরিবার প্রতি ৫০ টাকা করে নিয়েছি। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজহারুল আলম আকরাম বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। টাকা নেওয়ার বিষয়টি আমি এখন জানলাম। এটা সে ঠিক করেনি। আমি তাকে টাকা নিতে বলিনি। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, অমানবিক কাজ করেছেন মুরাদ হোসেন। বিষয়টি লজ্জার। আমি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার 
ষষ্ঠ উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে ২৯ মে বুধবার ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলামকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। চিঠি সূত্রে জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসিকে সোমবারই রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত নির্দেশনা রয়েছে। মঙ্গলবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে। তিনি বলেন, ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলামকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
বিয়ে না দেওয়ায় চাঁদপুরে মা রানু বেগমকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে রাসেল খানের বিরুদ্ধে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানু বেগম ওই গ্রামের আতর খানের স্ত্রী। নিহতের স্বামী আতর খান বলেন, আমার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে রাসেল সবার ছোট। গত কয়েকদিন যাবত তাকে বিয়ে করানোর জন্য আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে। সে আমাকেও  মেরেছে। স্থানীয় একটি মাদরাসায় রান্নার কাজ করি। আমার ছেলে দুপুর ২ টা ৪৯ মিনিটে আমাকে ফোন দিয়ে বলে তার মাকে কে যেন ঘরে জবাই করে রাখছে। তখন আমি নিশ্চিত হয়েছি, আমার স্ত্রী তার সন্তানের হাতেই খুন হয়েছে। ফোন কেটে সাথে সাথে আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রী রানু বেগমের মরদেহ বিছানয় পড়ে আছে। আমার ছেলে রাসেল পালিয়ে গেছে। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।  স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসাইন আহমেদ রাজন শেখ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। আমি জানতে পেরেছি, নিহতের ৫ সন্তানের মধ্যে রাসেল সবার ছোট। বড় ছেলে ফারুক গত প্রায় ৫ বছর যাবত ঢাকাতে থাকে। বাড়িতে বাবা-মায়ের খোঁজখবর রাখেন না। বাকি ৩ মেয়ের বিয়ে হওয়াতে তারা স্বামীর বাড়িতে থাকে। রাছেল ফরিদগঞ্জ বাজারে একটি মুদি দোকানে শ্রমিকের কাজ করে। গত কয়েকদিন যাবত সে তাঁর বাবা-মাকে হুমকি-ধমকি দিয়ে আসছে তাকে বিয়ে করানোর জন্য। যদি তাকে বিয়ে না করায়, সে বাবা-মাকে খুন করে ফেলবে।   বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল থেকে রানু বেগমকে জবাইকৃত মরদেহ উদ্ধার করেছি। হত্যার শিকার রানু বেগমের স্বামী আতর খান ও তার মেয়ে শাহিনের বক্তব্য অনুযায়ী নিজের ছোট ছেলে রাসেল কর্তৃক হত্যার শিকার হয়েছেন তিনি। অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার অভিযান চলছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে ১০ পাওয়ার টিলার বিতরণ
চাঁদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিনামূল্যে ১০টি পাওয়ার টিলার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংকে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে আয়োজিত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. আব্দুল হান্নান। মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা নোয়াখালী রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, মার্কেন্টাইল ব্যাংকের ফরিদগঞ্জ শাখা প্রধান মুরাদ হোসেন চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ প্রমুখ। পরে প্রধান অতিথি প্রান্তিক পর্যায়ের ১০ জন কৃষকের কাছে ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করেন। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের চাঁদপুর অঞ্চলের বিভিন্ন শাখার প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী, বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
চাঁদপুরে বিউটিশিয়ান রিক্তাকে পায়ের রগ কেটে হত্যা 
চাঁদপুরের ফরিদগঞ্জে বিউটিশিয়ান মমতাজ বেগম রিক্তাকে (৩৫) জবাই ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর কম্বল পেঁচিয়ে ঘরের ভেতর টয়লেটে রেখে দেয়া হয় তার মরদেহ। খবর পেয়ে বুধবার (১৭ জানুয়ারি) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে রিক্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি এলাকার বেপারী বাড়িতে নিজ বসতঘর থেকে রিক্তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিক্তা বেপারী বাড়ির মৃত এমদাদ উল্লাহর ছোট মেয়ে। এলাকাবাসী জানায়, রিক্তা ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারের বধূবরণ বিউটি পার্লারের মালিক ও বিউটিশিয়ান। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরেন তিনি। স্বামী প্রবাসে ও তার কোন সন্তান না থাকায় মৃত বোনের একমাত্র ছেলে বাপ্পিকে (১৮) নিয়ে বসবাস করতেন রিক্তা। বাপ্পি গৃদকালিন্দিয়া বাজারে একটি দোকানে মোবাইল মেরামতের কাজ শিখছে। বুধবার রাত ৮টার দিকে বাপ্পি বাড়ি ফিরে তার খালা রিক্তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে ঘরের মেঝেতে রক্ত দেখে বাড়ির লোকজনকে বিষয়টি জানায় এবং বাড়ির লোকজনসহ ঘরে প্রবেশ করে। পরবর্তীতে রিক্তার চাচাতো ভাই মাহফুজুর রহমানের মেয়ে ঐশী আক্তার তার মা ও বাপ্পিসহ ঘরে প্রবেশ করে বহু খোঁজাখুঁজি করার পর টয়লেটের ভেতরে কম্বল মোড়ানো অবস্থায় রিক্তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এ ঘটনা ঐশী তার বাবা মাহফুজুর রহমানকে জানালে তিনি ৯৯৯- এ কল করে পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ রিক্তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। রিক্তার বোনের ছেলে বাপ্পি জানায়, ‘আমার জন্মের পর মা মারা যাওয়ায় এই খালার কাছেই বড় হয়েছি। বুধবার সন্ধ্যা ৬টার সময় খালামনিকে দেখেছি বাজার থেকে পুরি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আমি রাত ৮টার সময় বাজার থেকে বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ। খালাকে অনেকক্ষণ ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজার লকে হাত দেই আর সঙ্গে সঙ্গে দরজার লক খুলে যায়। এ সময় ঘরে বিদ্যুৎ ছিল না। ঘরে প্রবেশ করে দেখি ঘরের মেঝেতে খালার বোরখা রক্তমাখা‌। আমি চিৎকার করে পাশের ঘরের মাহফুজ মামার স্ত্রী লাকি মামিকে ডেকে আনি। পরে মামি ও তার মেয়ে ঐশীসহ ঘরে ভেতরে খুঁজে না পেয়ে টয়লেটের দরজা খুলে দেখে খালা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।’ একই বাড়ির মাহফুজুর রহমান জুয়েল বলেন, এই ঘটনা দেখেই আমি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাই। রিক্তা আমার চাচাতো বোন। গত প্রায় দশ বছর পূর্বে চট্টগ্রামে রিক্তার বিয়ে হয়েছে। রিক্তার স্বামী রাকিবুল হাসান দুবাই প্রবাসী। গত দুই মাস পূর্বেও সে ছুটি কাটিয়ে গেছে। রিক্তার কোনো সন্তান নেই। স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন কবির জানান, রাতে ৮টা ৫৭মিনিটের সময় একই বাড়ির ইসমাইল মাস্টার ফোন করে জানিয়েছেন রিক্তাকে কারা কুপিয়ে হত্যা করেছে। আমি এই ঘটনা শুনে ঘটনাস্থলে এসেছি। এই হত্যাকাণ্ডে জড়িত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল জানান, খুনের বিষয়ে মাহফুজুর রহমান নামক ব্যক্তি জাতীয় জরুরি সেবাতে (৯৯৯) ফোন করেন। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসে মমতাজ বেগম রিক্তার মরদেহ উদ্ধার করেছি। এটি একটি হত্যা এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।