চাঁদপুরে হাইমচর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের নতুন মধ্য চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোশাররফ (৪৫) বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ।
চেয়ারম্যান শাহাদাত বলেন, নিহত মোশাররফ হাইমচরের গাজীপুর ইউনিয়নে বেড়াতে আসেন। বিকেলে বজ্রপাতে তিনি মারা যান। তারা সঙ্গে আরও তিন জন ছিলেন। তারাও আহত হন। তাদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে হাইমচর থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, শুনেছি বজ্রপাতে মোশাররফ নামে একজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনার স্থানটি চাঁদপুর সদর থানার অংশের।