• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 
হাজীগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ৫০
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার বিএনপির একাংশ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে যৌথবাহিনী লাঠিচার্জ করেছে। সংঘর্ষ চলাকালীন একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ৫০ আহত হয়েছে। আহতরা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও গুরুতর একজনকে কুমিল্লায় রেফার্ড করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত এ ঘটনা ঘটে।  বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল বের করে উপজেলা ও পৌর ছাত্রদল। দুপুর থেকেই হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত মিছিলে তারা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে স্লোগান দেন। অপরদিকে বেলা আড়াইটার দিকে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে হাজীগঞ্জ বাজারে বিজয় মিছিল বের করে বিএনপির একাংশ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থনে এ বিজয় মিছিলের আয়োজন করে তার সমর্থিতরা।  এ সময় দুপক্ষের এই মিছিলকে কেন্দ্র করে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে ইটপাটকেল ও কাচের বোতল ছুড়ে মারে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশ দুপক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের নেতা-কর্মী ও পথচারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। প্রায় দুঘন্টাব্যাপী থেমে থেমে ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তার পশ্চিম দিকে এবং হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হাজীগঞ্জ সেতুর পূর্ব দিকে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। ব্যবসায়ীসহ বাজারে আসা লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান বলেন, ‘পূর্বনির্ধারিত কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার মমিনুল হকের লোকজন আমাদের বিজয় মিছিলে হামলা করে। এতে আমাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমান নামের একজনকে কুমিল্লায় পাঠানো হয়েছে।’ এ দিকে হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেন দুলাল বলেন, ‘হাজীগঞ্জ-শাহরাস্তিতে বিএনপির কোনো গ্রুপ নেই। গত ৫ আগস্টের পূর্বে যারা মিছিল, মিটিং, সভা-সমাবেশ করেছে, এখনও তারাই মিছিল-মিটিং করছে। সুতরাং এখানে সবাই এক, দলে কোনো বিভক্তি নেই। যারা বিশৃঙ্খলা করে, তারা বিএনপির কেউ নন।’ এ দিকে হামলার বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ বাজারে বিজয় মিছিল করে ছাত্রদল। এ মিছিলটি সোমবার হওয়ার কথা ছিলো। কিন্তু ওই দিন (সোমবার) আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম (বিজয় র‌্যালি) থাকার কারণে ছাত্রদল মিছিলটি করতে পারেনি। তিনি বলেন, মঙ্গলবার যখন ছাত্রদল মিছিল করে, তখন কিছু দুষ্কৃতকারী, যারা চাঁদাবাজি ও স্ট্যান্ড দখল করার জন্যে উঠে পড়ে লেগেছে, তারাই হাজীগঞ্জ বাজারে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে ছাত্রদলের মিছিলে হামলা করে। হাজীগঞ্জ-শাহরাস্তিতে বিএনপির কোনো গ্রুপ নেই। গত ১৭ বছর শত নির্যাতন, মামলা হামলা সহ্য করে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে রাজপথে নেতাকর্মীরা ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে ৮ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।’ আরটিভি/এমকে
হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক
হাজীগঞ্জে জব্দ করা সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি
চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, জরিমানা
বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে আটক
চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১
চাঁদপুরের হাজীগঞ্জে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মো. আলী গাজী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মো. উজির আলী (৪৬)। বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার ধেররা তালুকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।   নিহত মো. আলী সদর উপজেলার খলিশাডুলি ফয়সাল ফিলিং স্টেশন সংলগ্ন গাজী বাড়ির মৃত ছলেমান গাজীর ছেলে। আর আহত উজির আলীর বাড়ী নাটোর জেলায়। তার বাবার নাম আব্দুর রহমান। তিনি হাজীগঞ্জ উপজেলায় জাগরণ নামে সংস্থার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে এলে চাঁদপুরগামী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ও একজন যাত্রী গুরুতর আহত হন। আর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। নিহত ব্যক্তির বড় ভাই মজিবুর রহমান গাজী বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মো. আলীর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, চালকের মরদেহ কুমিল্লা থেকে আনা হলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও বাসটি থানা হেফাজতে জব্দ আছে। আরটিভি/এএএ   
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় জরিমানা  
অভিযানের প্রথম দিনেই নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে ইলিশ মাছ বিক্রি করায় চাঁদপুরে তিন মাছ বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাত ১০টায় হাজীগঞ্জ বাজারের বালুর মাঠ পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া। তিনি বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিনেই ইলিশ মাছ বিক্রির সময় হাজীগঞ্জ বাজারের তিনজন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে; যা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আরটিভি/এমকে-টি
চাঁদপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, আরোহীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে মো. সুজন হাজী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেলে হাজিগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো দুজন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ আরটিভি/এমকে/এআর
ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ
পারিবারিক কলহের জেরে চাঁদপুরের হাজীগঞ্জে বাবা আকতার হোসেন (৫৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সাকিবের (২৪) বিরুদ্ধে।  বুধবার (১১ সেপ্টেম্বর) ১২টার দিকে পৌরসভার ৮নম্বর ওয়ার্ড টোরাগড় সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, বুধবার রাতে আকতার হোসেন তার ছেলে সাকিবের স্ত্রীকে বকাঝকা করেন। এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে সাকিব তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লায় রেফার্ড করেন। পরে কুমিল্লায় নেওয়ার পথেই তিনি মারা যান। এদিকে, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করার কথা বলে গোপনে ভোরে আকতারের মরদেহ দাফন করার প্রস্তুতি নেয় পরিবারের সদস্যরা। পুলিশ সংবাদ পেয়ে সকালে মরদেহ থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, আকতারের ছেলে সাকিব প্রেম করে বিয়ে করে ফারহানা নামের এক মেয়েকে। এই বিয়েতে সম্মতি ছিল না তার পরিবারের। এ নিয়ে প্রায় সময় পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। মূলত এ ঘটনাকে কেন্দ্র করে এ নির্মম হত্যাকাণ্ড। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/আইএম
হাজীগঞ্জে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার, আটক ২
চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি স্থানের বসতবাড়ি থেকে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ৮টি খালি চালের বস্তাও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।  সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত গোপন সংবাদের ভিত্তিতে ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, চালের ৮টি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এই চাল প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জিআর প্রকল্পে বরাদ্দ ছিল। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে এ চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেন। এ ঘটনায় রাতেই হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করেছে পুলিশ। সহকারী কমিশনার রিফাত জাহান বলেন, ‘চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে।’ অভিযানের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসাইনসহ পুলিশের একাধিক দল উপস্থিত ছিলেন।
চাঁদপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে গোসল করতে নেমে পুকুরে ডুবে ফাইজা (৮) ও ওমর ফারুক (৬) নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) দুপুরে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের বড় বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশু ফাইজা ও ওমর ফারুক ওই বাড়ির কামাল হোসেনের সন্তান। ফাইজা স্থানীয় মাদরাসার তৃতীয় শ্রেণিতে এবং ওমর ফারুক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো। ফাইজা ও ওমর ফারুকের বাবা কামাল হোসেন পেশায় শিক্ষক। তার বন্ধু তুহিন হায়দার বলেন, ‘দুপুরের দিকে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে খোঁজ পেয়ে ডুবে যাওয়া দুই শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।’ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা হোসেন বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’ হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘কোন ধরনের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।’