• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
মৎস্য খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর একটি মৎস্য খামার থেকে আতিক মজুমদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম এ বিষয়টি নিশ্চিত করেন।  আতিক উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মজুমদারের ছেলে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, আতিক কচুয়ার গোঘরার বিলে মৎস্য খামারের শ্রমিক হিসেবে কাজ করতেন। চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ ওই খামারে ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।  ওসি বলেন, মৎস্য খামারের মেশিনের সঙ্গে তার পা আটকে ছিল। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করা হবে। এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার। আরটিভি/এএএ/এস
শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন
ধারের ৪০০ টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িঘরে হামলার অভিযোগ