• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
‘শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার বিচার করতে হবে’
মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার (মায়া চৌধুরী) চাঁদপুরের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৬ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাতে মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মিজানুর রহমানের অনুসারী ১২০ থেকে ১৫০ জন লোক প্রথমে মোহনপুর বাজার সংলগ্ন ওয়াসিম ব্যাপারী, বাচ্চু খালাসী, তোফাজ্জল খালাসী, গোলাম হোসেন খালাসী, ইউসুফ খালাসী, মুক্তার খালাসী, মাখন খালাসী ও রেফুল ব্যাপারীদের বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ করে। পরে তারা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ আরও জানায়, মতলব উত্তর সার্কেল, থানা পুলিশসহ সেনাসদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মিজানুর রহমানের অনুসারী শতাধিক কর্মী এই ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে মায়ার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।  তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে এখনও আটক করা না হলেও পুলিশ অপরাধীদের খুঁজছে। আরটিভি/আইএম/এআর
ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়ে বাড়িতে কৃষক, অতঃপর...
চাঁদপুরে ইটের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক
ভল্ট থেকে ৭৫ লাখ টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা
কাশির সিরাপ ভেবে কীটনাশক পান, কিশোরীর মৃত্যু
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত মো. মহিন (২৩) মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের মো. মনজিল সরকারের ছেলে। সোমবার (৮ জুলাই) বিকেলে মতলব উত্তর মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের দশানী শিকিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, দুপুরে বড় বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজবাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা হয় মহিন। পথে অপরদিক থেকে আসা ঠেলাগাড়ির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মহিন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় অসুস্থ হয়ে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ নূর উদ্দিন (৫৫)।  মঙ্গলবার রাত ১২টার দিকে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার (৮ মে) সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। নূর উদ্দিন মতলব উত্তর উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন। তিনি বলেন, ওই ভোটকেন্দ্রে মঙ্গলবার রাতেই তার জায়গায় নূর মোহাম্মদ নামের নতুন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সকালে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়িতে ওই ঘটনা ঘটে। সামিউল ও সামিয়া মো. পারভেজ হাসানের সন্তান। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ বিকেলে বাড়িতে খেলা করছিল তারা। এক পর্যায়ে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে ডুবে যায় তারা। পরে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, শুনেছি দুই শিশু পানিতে পড়ে মারা গেছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। 
মেঘনা থেকে ৭০ মণ জাটকা জব্দ 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর এলাকা থেকে ২ হাজার ৮০০ কেজি (৭০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৮ মার্চ) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকায় ৩টি কাঠের ট্রলার থেকে এসব জাটকা জব্দ করেন। তবে জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিক এসবি সাত্তারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের ১০ বছরের আটকাদেশ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে পাগলা সোবহান শাহ্ এর মাজারে বাবার সঙ্গে থাকা সাদিয়া নামের বাকপ্রতিবন্ধী ১০ বছর বয়সী এক শিশু হত্যা মামলায় অভিযুক্ত মো. সোহরাওয়ার্দী সালাউদ্দিন নামে যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ মার্চ) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হান্নান এ রায় দেন।  আটকাদেশপ্রাপ্ত ওই যুবক মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামের ফকির বাড়ির মো. সহিদ ফকিরের ছেলে। হত্যার শিকার শিশু সাদিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভোলাবো ইউনিয়নের করাইডা গ্রামের বড় বাড়ির মো. ডিপটি মিয়ার মেয়ে। মামলার বিবরণ থেকে জানা যায়, ডিপটি মিয়া নারায়ণগঞ্জের হলেও বদরপুর গ্রামে পাগলা সোবহান শাহ্ এর মাজারে ৫ থেকে ৬ মাস থাকেন। ঘটনার সময় ২০১২ সালের ২ ডিসেম্বর মেয়েকে নিয়ে ওই মাজারে আসেন। ওই দিন দুপুর ১২টার দিকে তার মেয়ে ভাপা পিঠা খেতে গিয়ে নিখোঁজ হন। এর একমাস পর অর্থাৎ ২০১৩ সালের ৬ জানুয়ারি বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত টয়লেটে অর্ধগলিত অবস্থায় ওই শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাবা। তিনি মেয়ের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মতলব উত্তর থানায় মামলা করেন তিনি। এরপর মতলব উত্তর থানা পুলিশ ২০১৩ সালের ২৮ জানুয়ারি আসামি মো. সোহরাওয়ার্দী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলটি তদন্ত শেষে মতলব উত্তর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ ২০১৪ সালের ৩০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু জানান, এ মামলায় আদালত ১০ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন। মামলাটি দীর্ঘ প্রায় ১১ বছর চলাকালীন সময় স্বাক্ষ্যপ্রমাণ, মামলার নথিপত্র পর্যালোচনা এবং আসামি তার অপরাধ শিকার করায় এ রায় দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বিল্লাল হোসেন। এ মামলার রায়ে বিচারক উল্লেখ করেন, অভিযুক্তের বয়স বর্তমানে ১৮ বছরের ঊর্ধ্বে হওয়ায় বর্ণিত আইন অনুসারে তাকে সাজা ভোগের জন্য পরোয়ানাসহ জেল সুপার, জেলা কারাগার, চাঁদপুর বরাবর প্রেরণ করা হোক।
চাঁদপুরের মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদী থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মতলব উত্তরের মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৬ মার্চ) দুপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামক স্থানে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের পুত্র মো. আশিকুর রহমান (২২) নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরের ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।