• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
চাঁদপুরে ৪ প্রতিষ্ঠান থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ
চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
চাঁদপুরের শাহারাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে জনপ্রতি ২০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) শাহারাস্তির একটি কফি হাউজ মিলনায়তনে আমেরিকার প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল এ আর্থিক অনুদানের চেক দেন। আমেরিকার প্রবাসী নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের সভাপতিত্বে আর্থিক সহায়তার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবুল বাশার। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শামসুজ্জামান ডলার।  সাংবাদিক মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অচিন্ত চক্রবর্তী, অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক সমিতির সাবেক আহবায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান, সাংবাদিক ও প্রভাষক ইকবাল হোসেন প্রমুখ। আরটিভি/এএএ   
শাহরাস্তির মেহের গোদাখালের বিভিন্ন অংশ প্রভাবশালীদের দখলে
শাহরাস্তিতে বন্যায় সাড়ে ৬ কোটি টাকার ফসলের ক্ষতি
চাঁদপুরে বন্যাদুর্গতদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ
চাঁদপুরের শাহরাস্তি যুবদলের আহ্বায়ককে গ্রেপ্তার
পায়ুপথে ঢুকে গেল ৬ ইঞ্চি ডাব, অতঃপর...
চাঁদপুরের শাহরাস্তিতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির পায়ুপথের ভেতর থেকে ৬ ইঞ্চি ডাব বের করেছেন চিকিৎসকরা।  শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজারের মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচার করে এক ঘণ্টার চেষ্টায় ডাবটি অপসারণ করেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দুপুরে একজন রোগী পায়ুপথের ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই ব্যক্তির পায়ুপথে ডাব ঢুকেছে বলে স্বজনরা জানান। পরে এক্সরে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এ ঘটনায় হাসপাতালে রোগীর সঙ্গে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হননি।   তবে ডা. আরিফ উল হাসান গণমাধ্যমকে জানান, ঢিলা-কুলুপ করতে গিয়ে দুর্ঘটনাবশত রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। তারা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হয়েছেন।
অপহরণের ২০ দিন পর উদ্ধার হলো কিশোরী 
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উম্মে খাদিজা রুমা (১৬) নামের এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের প্রায় ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১ এপ্রিল) রাতে অপহরণকারী জাকির হোসেনের বাড়ি নিজমেহের থেকে তাকে উদ্ধার করা হয়।  বিকেলে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। অপহৃত ওই কিশোরী শাহরাস্তি উপজেলার মেহের উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। রুমা উপজেলার পূর্ব উপলতা গ্রামের মইনুল ইসলাম মিন্টুর মেয়ে। গত ১১ মার্চ তাকে মেহের প্রগতি সংঘের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। কিশোরীর বাবা মইনুল ইসলাম মিন্টু চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণকারী নিজমেহের এলাকার আবদুর রহিমের ছেলে জাকির হোসেনকে আসামি করে মামলা করেন। আদালত ওই মামলাটির দায়িত্ব দেন পিবিআইকে। পিবিআই মামলাটি সিডিউলভুক্ত করে তদন্ত করার দায়িত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলামকে। সর্বশেষ পিবিআই চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. ইউনুছ খন্দকারে নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমগীর ও কনস্টেবল মো. সোলাইমানসহ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহৃত কিশোরীকে আসামির বাড়ি থেকে উদ্ধার করে পিবিআই। পুলিশ পরিদর্শক মো. ইউনুছ খন্দকার জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে সোমবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে উপস্থিত করা হয়। আদালত ওই কিশোরীকে তার বাবার জিম্মায় প্রদান করেন।
পাঁচ মাসেই হাফেজ তাহসিন
মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র তৌহিদুল হাসান তাহসিন। নয় বছর বয়সী তাহসিন নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হতে এই মাদরাসা ভর্তি হয়।  সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে তাহসিনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান করেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। তাহসিন উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দশনা পাড়ার ইমাম হোসেনের চতুর্থ এবং কনিষ্ঠ সন্তান। তাহসিন বলেন, কোরআনে হাফেজ হতে মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং দোয়া পেয়েছি। আমার শিক্ষকরা যেমন সহায়তা করেছে, তেমিন আমিও দিন এবং রাতে পড়েছি। যে কারণে ৪ মাস ২৮ দিনে আমার পুরো কুরআন হিফজ সম্পন্ন হয়। এর জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি।   তাহসিনের মা আয়েশা বেগম বলেন, আমার ছেলে খুবই ছোট। আল্লাহর অশেষ মেহেরবানী ও শিক্ষকদের সহযোগিতায় সে কুরাআন হিফজ করা শেষ করতে পেরেছে। আমার ছেলে যেন আরো বড় আলেম হতে পারে সে জন্য দেশবাসীসহ সকলের দোয়া চাই।  মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি বিভিন্ন কোরআন তিলওয়াত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে তাহসিন নামে ছাত্র ১৪৮ দিনে কুরআন হিফজ সম্পন্ন করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই এই ছাত্র যেন একজন ভাল আলেম হতে পারে। একই সাথে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।  
‘সিস্টেম খোকন’ গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তিতে অপহরণ ও খুনের মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামির নাম ফারুক হোসেন প্রকাশ ওরফে সিস্টেম খোকন। শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার উপলতা এলাকার নিজ বাড়ি থেকে ‘সিস্টেম খোকনকে’ গ্রেপ্তার করা হয়।  ফারুক হোসেন ওরফে সিস্টেম খোকন উপলতা এলাকার কাজী বাড়ির আবদুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর থানার অপহরণ ও খুনের মামলায় আসামি ফারুক হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন আদালত। সেই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন তিনি। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
চাঁদপুরে মা ও শিশু হাসপাতাল সিলগালা, লাখ টাকা জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন অনিয়ম ও প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না থাকায় সিলগালা করা হয়েছে।  বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দীন, শাহরাস্তি থানার এসআই মো. মহসিন ভূঁইয়া, এসআই নুরুল আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স।  উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধরী বলেন, উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দীন বলেন, স্বাস্থ্য নীতিমালা উপেক্ষা, অযোগ্যতা, অদক্ষতা দিয়ে কোনো হাসপাতাল চলতে পারেনা। সাধারণ মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে দেওয়া যায়না। এরই আওতায় মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রটিকে সিলগালা ও কর্তৃপক্ষকে এক লাখ টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মিলন বলেন, ২০২৩ সাল পর্যন্ত তাদের হাসপাতালের মেয়াদ ছিল। নতুন করে এখনও নবায়নের জন্য আবেদন করা হয়নি। জেলা সিভিল সার্জন মো. সাহাদৎ হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নতুন নির্দেশনানুযায়ী অভিযান শুরু হয়েছে। তারই প্রেক্ষিতে শাহরাস্তি মা ও শিশু হাসপাতাল সিলগালা ও জরিমানা করা হয়েছে।  এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।