চাঁদপুরের শাহারাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে জনপ্রতি ২০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) শাহারাস্তির একটি কফি হাউজ মিলনায়তনে আমেরিকার প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল এ আর্থিক অনুদানের চেক দেন।
আমেরিকার প্রবাসী নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের সভাপতিত্বে আর্থিক সহায়তার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবুল বাশার। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শামসুজ্জামান ডলার।
সাংবাদিক মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অচিন্ত চক্রবর্তী, অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক সমিতির সাবেক আহবায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান, সাংবাদিক ও প্রভাষক ইকবাল হোসেন প্রমুখ।
আরটিভি/এএএ