কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ যুবককে আটক করেছে বিজিবির একটি টহল দল।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শশীদলের নারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।
আটকরা হলেন- মানবপাচারকারী চক্রের সদস্য মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকবাজার এলাকার মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মো. তারিকুল ইসলাম (২২)।
এ বিষয়ে লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শশীদল বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০৫৮/এম থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।’
আরটিভি/এমকে