• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
চান্দিনায় যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন
গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই পাঁচজন আহত হন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
অন্তঃসত্ত্বাকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন স্ত্রী
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দিকে চান্দিনা পৌরসভার রারিরচর গ্রামের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- জেলার আদর্শ সদর এলাকার কাপ্তান বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে সোহেল (২৮) এবং  চান্দিনার ছায়কোট গ্রামের আব্দুল জলিলের মেয়ে রোজিনা আক্তার (২২)। একই ভবনের বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, আমি ওই ভবনের দ্বিতীয় তলায় সোহেলের পাশের ফ্লাটের ভাড়াটিয়া। দুদিন আগে থেকেই পঁচা গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রথমে ভেবেছি হয়তো ময়লার গন্ধ। শুক্রবার জুমার নামাজের পরও গন্ধ পেয়ে দ্বিতীয় তলার দরজা ধাক্কাই, কিন্তু কারও কোনো সাড়া শব্দ পাইনি। তাদের মোবাইল নম্বরে কল করলেও কেউ তা রিসিভ করেনি। পরে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কিছু বলতে পারেনি। এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙলে ফ্যানের সঙ্গে স্বামীর ঝুলন্ত মরদেহ এবং বিছানায় স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখি। নিহত রোজিনার ভাই শাহজাহান জানান, সোহেল মাদকাসক্ত হওয়ায় প্রায়ই রোজিনাকে মারধর করতো। কিছুদিন আগেও তার অত্যাচারে রোজিনা আমাদের বাড়িতে চলে আসে। পরে আবার তাকে বাসায় নিয়ে আসে সোহেল। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম জানান, দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মনে হচ্ছে, ৩-৪দিন আগে এ ঘটনা ঘটেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লায় গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা ৮ লাখ 
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় কুমিল্লার চান্দিনায় হাজী ব্রিকস ও মমতাজ ব্রিকস-টু নামে দুইটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা দুটিকে গুঁড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ সোহাইবের নেতৃত্বে বিকেলে এ অভিযান চালানো হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইটভাটা নিয়ন্ত্রণ আইনে ওই দুটি ইটভাটাকে চার লাখ টাকা করে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।