• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
কুসিকে ১ হাজার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা 
পিলার ধসে স্কুলছাত্র নিহত, ভাঙা হচ্ছে সেই অবৈধ ভবন
কুমিল্লার নগরীর নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পার্শ্ববর্তী নির্মাণাধীন অবৈধ বহুতল ভবনের সাততলা থেকে পিলার ধসে গত ২৭ মে সাইফুল ইসলাম সাগর নামে এক স্কুলছাত্র নিহত হয়। আহত হয় আরও একজন শিক্ষক। এ ঘটনার পর নড়েচড়ে বসে কুমিল্লা সিটি করপোরেশন। কুসিক মেয়র তাহসিন বাহার সূচনা ঘোষণা দেন কুমিল্লা শহরে কোনো অবৈধ ভবণ নির্মাণ করা যাবে না। এরই ধারাবাহিকতায় সোমবার থেকে অবৈধ ভবনটি উচ্ছেদ অভিযান শুরু হয়। কুমিল্লা সিটি করপোরেশনও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে ওই ভবনের ছাদ থেকে পিলারের একটি অংশ পড়ে পাশের স্কুলের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনাটিকে আমলে নিয়ে পৃথক পৃথক তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতে নিরাপত্তা নীতি না মানায় নকশার অনুমোদন বাতিল করে ভবনটিকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।’ তিনি আরও বলেন, ‘এর আগেও এ ভবনটিকে তিনবার নোটিশ করা হয়েছিল, তারা যেন নিরাপত্তা নীতি মেনে ভবন নির্মাণ কাজ পরিচালনা করে। তারা সেটি কখনোই মানেনি।’ উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাইদ আবিদ বলেন, ‘ভবনটির ৬ তলা নির্মাণের অনুমোদন ছিলো। কর্তৃপক্ষ অনুমোদনবিহীন ভাবে সাত তলা ভবন নির্মাণ করছিল। এ ছাড়া তাদের কোন নিরাপত্তা বেষ্টনী ছিল না। অন্যদিকে ভবনের পাশে যেটুকু জায়গা ছেড়ে ভবন নির্মাণের কথা ছিল তারা সেটি করেননি। যে কারণে তাদের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনটি উচ্ছেদের জন্য ব্যবস্থা নিয়েছে সিটি করপোরেশন।’
কুমিল্লা পাসপোর্ট অফিস এলাকায় ৫ দালাল আটক
অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেপ্তার ৫ 
কুমিল্লায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
তেঁতুলের লোভ দেখিয়ে ধর্ষণ শেষে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
প্রেম-সংক্রান্ত বিরোধে যুবক খুন, দুজনের মৃত্যুদণ্ড
কুমিল্লার হোমনায় প্রেম-সংক্রান্ত বিরোধের জের ধরে ফয়সাল নামে এক যুবককে গলাকেটে হত্যার দায়ে ২ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো. ফুল মিঞার ছেলে মো. শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মো. বেদন মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২০)। জানা যায়, হত্যাকাণ্ডের শিকার ফয়সালের সঙ্গে আসামি শামীম মিয়ার কলেজপড়ুয়া বোন মেহেদী আক্তারের (১৮) প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের জের ধরে ২০২০ সালের ৫ জুন জবাই করে ফয়সালকে হত্যা করে মরদেহটি স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে মাটিতে পুঁতে রাখে শামীম। খুনের ৮ দিন পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি মো. শামীম মিয়া ও মো. দুলাল মিয়াকে আটক করলে আসামিদের দেখানো স্থান থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তাদেরকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম মিয়া ও মো. দুলাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার ও মো. নূরুল ইসলাম বলেন, আমরা আশা করছি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে। আর রায় দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হবে। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথ বলেন, এ রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেলে শিগগিরই উচ্চ আদালতে আপিল করব।
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লার হোমনায় প্রবাসী আব্দুল জলিল হত্যা মামলায় তার স্ত্রী শাহনাজ বেগমসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  বুধবার (২৭ মার্চ) সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এ মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় মো. শাহজাহান নামের এক আসামিকে খালাস দিয়েছেন বিচারক।  রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেন।   রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু ইউসুফ মুন্সী জানান, ২০১৩ সালের ৯ জুন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল৷ পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই তাজুল ইসলাম। পরে আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মো. শাহজাহান, মো. কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মো. রাজিব নামে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।   তিনি আরও জানান, দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে আজ সকালে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক ছিলেন। আদালতে হাজির মো. শাহজাহান নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে খালাস প্রদান করেন বিচারক।
অবন্তিকার মায়ের সঙ্গে জবির তদন্ত কমিটির বৈঠক 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্যরা অবন্তিকার আত্মহত্যার স্থান পরিদর্শন ও অবন্তিকার মায়ের সঙ্গে দেখা করে কথা বলেছেন। শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টায় তদন্ত কমিটির সদস্যরা কুমিল্লার বাগিচাগাঁওয়ের অরনিকা পার্কের বাসার দ্বিতীয়তলায় ঘটনাস্থলে আসেন। তদন্ত কমিটির সদস্যরা দীর্ঘ আড়াই ঘণ্টা অবন্তিকার মা তাহমিনা শবনমের সঙ্গে আত্মহত্যার বিষয়টি নিয়ে কথা বলেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে অবন্তিকার মায়ের কাছে জানতে চান। পরে সাংবাদিকের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন। তিনি বলেন, আমরা ঘটনার তদন্ত চালাচ্ছি। অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে আরও জানার চেষ্টা চালাচ্ছি। অবন্তিকার মা তাহমিনা শবনম জানান, তদন্ত কমিটির সদস্যরা এসেছেন আমার কাছে। উনারা তথ্য নিয়েছেন। উনারা বলেছেন, আমি ন্যায়বিচার পাব।
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ 
কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।  নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  এ সিটির মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর কারণে দেড় বছরের মাথায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক মেয়র মনিরুল হক (টেবিল ঘড়ি), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের কন্যা তাহসিন বাহার সূচনা (বাস), বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ও আওয়ামী লীগ নেতা নুর-উর রহমান মাহমুদ তানিম (হাতি) প্রতীক নিয়ে লড়ছেন। এবার কুসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন। এ ছাড়া ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন দুজন। এবার পুরুষের চেয়ে নারী ভোটার ৬ হাজার ৯২ জন বেশি।
কুমিল্লার মেয়র প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে
কুমিল্লা সিটির মেয়র পদে উপ-নির্বাচনে ৬ষ্ঠ দিনের মতো প্রচারণা চলছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পাড়া মহল্লায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। ভোটারদের মন জয়ের পাশাপাশি দিচ্ছেন নানান প্রতিশ্রতি। ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু ৩নং ওয়ার্ডের ইস্টাপ্লাজা এলাকায় প্রচারণা করেন। নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায় উঠান বৈঠক করেন বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা। ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ১৫ নম্বর ওয়ার্ডের জানু মিয়া মসজিদ এলাকায় প্রচারণা করেন। এ ছাড়া হাতি প্রতীকে মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালায়। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।