• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটারে যানজট
দাউদকান্দিতে ৫ জয়িতাকে সংবর্ধনা 
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‌‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় কুমিল্লা জেলার দাউদকান্দির ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  সোমবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা, সংবর্ধণা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলামের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, দাউদকান্দি পৌরসভার সাবেক কাউন্সিলর আইরিন সরকার, অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, রুশিয়া বেগম।  অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ নারীকে সংবর্ধণা ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতারা হলেন,  সফল জননী নারী হিসেবে আইরিন সরকার, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী রোমানা সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সম্পা রানী সূত্রধর ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রুশিয়া বেগম।
দাউদকান্দির পৌর বাজারে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
এক হাতে চাপাতি আরেক হাতে কাটা হাত, সিসিটিভিতে লোমহর্ষক দৃশ্য
দাউদকান্দিতে পৌর বিএনপির দোয়া মাহফিল
দাউদকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু 
কুমিল্লার দাউদকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে প্রধান অতিথি হিসেবে দাউদকান্দি উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান।  এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজি, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মহিউদ্দিন সিকদার এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার।  এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা।উদ্বোধন এবং কার্ড বিতরণ শেষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে  বলেন, এটিও সরকারের একটি অতিগুরুত্বপূর্ণ কাজ। এটির মাধ্যমে জনগণ অনেকগুলো সেবা নিতে পারবেন। তাই এই স্মার্ট কার্ডটি যত্নসহকারে সংরক্ষণ করবেন।  
পিস্তল হাতে ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে পিস্তল হাতে এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ শরীফ হোসেন (৩৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মনির হোসেনের ছেলে। ভাইরাল হওয়া ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, খালি গায়ে শরীফ নামের ওই যুবক একটি ঘরে পিস্তল নাড়াচাড়া করছেন।  আর এক মিনিট চার সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, শপিং ব্যাগে একজন আরেকজনকে দুটি অস্ত্র বুঝিয়ে দিচ্ছেন এবং বলছেন, পাইছোনি বুইঝা। এ বিষয়ে বুধবার (২৮ ফেব্রুয়ারি) গৌরীপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, সোমবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ভিডিও ভাইরাল হয়েছে। ৪৯ সেকেন্ড ও এক মিনিট চার সেকেন্ডের ফুটেজে দেখা যায়, ২ যুবকের হাতে অস্ত্র। পরে তাদের আটক করতে মাঠে নামে পুলিশ। ওইদিন রাতেই নিজ বাড়ি থেকে শরীফকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ভিডিও এর অপর যুবক উপজেলার সিঙ্গুলা গ্রামের মোবারক হোসেনের ছেলে মুন্না (১৮)। মোবারক এক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্না মারা গেছেন। তবে প্রদর্শিত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তদন্ত চলছে। এদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র উদ্ধারেও অভিযান চলছে।
ফুটওভার ব্রিজ রেখে প্রাণের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার
কুমিল্লা দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, উপজেলার হতদরিদ্র শত শত রোগী আসে এই হাসপাতালে। উপজেলার মাঝখান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। হাসপাতালে আসা যাওয়া করতে গেলে রোগীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পারাপার করতে হয়। সরকার যদিও পথচারীদের পারাপারের জন্য ফুটওভার ব্রিজ স্থাপন করে দিয়েছে, কিন্তু বয়সের ভার নুয়ে পড়া এবং  অসুস্থ রোগীরা  অনেক ব্রিজ দিয়ে পারাপার হতে পারে না।  অনেক রোগীর ফুট ওভারব্রীজ ব্যবহারে অনীহা দেখা যায়।  আবার হাসপাতালের উল্টোদিকে ফার্মেসি থাকায় রোগীরা  হাসপাতালে ডাক্তার দেখিয়ে ঔষধ নিতে  রাস্তা পার হতে হয় । ফুটওভার ব্রিজটি গৌরীপুর বাসস্ট্যান্ডের একপাশে হওয়া  হাসপাতালে যেতে রোগীরা সেটা ব্যবহার করেন না।  ফলে প্রায় ঘটে যাচ্ছে দুর্ঘটনা ঝরে যাচ্ছে অনাকাঙ্খিত প্রাণ।  মানুষ যেন এভাবে পারাপার না হতে পারে সে জন্য সড়ক বিভাজনকে উচু করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু এই উচু সড়ক ডিভাইডার আটকাতে পারছে না পথচারিকে।  অল্প সময়ে যাতায়াতের জন্য উচু ডিভাইডার ভেঙে রাস্তা পারাপার হচ্ছে পথচারীরা। মহাড়কের এই ডিভাইডার পার হওয়া সহজ কথা না। জনগন বেশ কায়দা করসত করে মহাসড়ক পারাপার হয়।  এত কষ্ট করে আসার কী দরকার ছিল? ফুটওভার ব্রিজ কেন ব্যবহার করলেন না?- জানতে চাইলে মধ্যবয়সী এক নারী বললেন, ‘আমার গোড়ালিতে ব্যাথা’।  এভাবে চলতে গেলে তো ঝুঁকি থাকে- এমন মন্তব্যের জবাবে ওই নারী বলেন, ‘শুনেছি অনেক জায়গায় জেব্রা ক্রসিং আছে, আন্ডার পাস আছে। এখানেও সেটা হলে আমাদের জন্য খুবই ভালো হয়।’ পথচারী দেলোয়ার হোসেন বলেন,  ‘দিনে অনেকবারই রাস্তার এপার থেকে ওপারে যাওয়া লাগে। সময় বাঁচাতে আমরা ফুটওভারব্রিজ ব্যবহার করি না। শর্টকাট পারাপারের জায়গা পেয়েছি তাই সহজেই পার হয়ে যাই। ঝুঁকি রয়েছে কিন্তু জরুরি মুহূর্তে সেটা মনে থাকে না।’ পথচারীদের বেশিরভাগই সময় হাসপাতালে যেতে কিংবা ওষধের ফার্মাসিতে যেতে সময় বাঁচাতেই এভাবে চলাচল করতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার বলছেন, সিড়ি ভাঙতে কষ্ট হয়। এ জন্য আন্ডারপাস কিংবা জেব্রা ক্রসিং থাকলে আমাদের চলাচলে সুবিধা হয়। পথচারীদের এই সামান্য ‘কষ্ট বাঁচানোর চেষ্টা’র কারণে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পাশাপাশি প্রাণঘাতি দুর্ঘটনাও ঘটে নানা সময়। কিন্তু যেন ভ্রুক্ষেপ নেই কারও। এর আগে, পথচারীদের এই প্রবণতা ঠেকাতে নানা সময় জরিমানার আরোপ করেও সুফল মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদক্ষেপে কিছুদিন শৃঙ্খলা থাকলেও পরে আবার বিশৃঙ্খল পরিস্থিতিতে ফিরে যায় পথচারীরা। পুলিশ প্রায়ই  ঘটা করে পথচারীদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহার উদ্বুদ্ধ করে। স্থানীয় লোকজন বলেন, গৌরীপুর স্বাস্থ্য কেন্দ্রের সামনের এই  জায়গাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।  এখানে উচু ডিভাইডার রাখা হয়েছিল, জনস্বার্থে পকেট করা হয়েছিল, দুর্ঘটনা এড়াতে আবারও তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তাদের ব্যক্তিগত স্বার্থে উঁচু ডিভাইডারটি ভেঙে পথচারী পারাপারের জন্য সুযোগ করে দেয়। ফলে আবারো ঝুঁকির মুখে পড়েছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এলাকাবাসীর দাবি ফুটওভার ব্রিজটি ব্যবহারের জন্য বাধ্য করতে হবে। ফুটওভার ব্রিজের আশেপাশের আধা কিলোমিটার জায়গা কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হলে মানুষ ব্রিজে ওঠতে হবে।
‘শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি শেখ হাসিনা’
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ  আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সজাগ থাকে সারা বাংলাদেশ। সাথে সাথে অতন্দ্র প্রহরী থাকেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তিনি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি।  কুমিল্লার দাউদকান্দির সাহাপাড়ায়  শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দির উদ্যোগে  গত শুক্রবার (২৬ জানুয়ারি) ৫০তম শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটদানের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতায় এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের সাথে নিয়েই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক ক্ষুদ্র কর্মী হিসেবে স্মার্ট ও উন্নত আধুনিক দাউদকান্দি তিতাস গঠন করবো।   মন্দির কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহসভাপতি বশিরুল আলম মিয়াজি,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার,দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন,কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল,সালাউদ্দিন রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ। 
দাউদকান্দিতে ২২ প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ
দাউদকান্দি উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে দাউদকান্দি উপজেলা ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদর প্রাঙ্গণে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেঞ্চ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা প্রকৌশলী আফসার হোসেন খন্দকার। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে উপজেলা পরিষদের মাধ্যমে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭২ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।  এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সিএনজি অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দিলেন আব্দুস সুবর
কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী আব্দুস সবুর বলেছেন, আজ থেকে অতীতকে অতীত হিসেবে দেখতে চাই। দেশের উন্নয়নে পিছনের কথা ভুলে ধারাবাহিকভাবে উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা এবং সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সমৃদ্ধ দাউদকান্দি গড়ার লক্ষে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এমপি। এছাড়া শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নেয়ার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, তরুণ প্রজন্মসহ সকলকে আহবান জানান এমপি আব্দুস সবুর । তিনি সিএনজি অটোরিকশাসহ আঞ্চলিক সড়কে চলাচলকারী যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। দেশটা আমাদের সবার এবং এ দেশের উন্নতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগীতা করতে হবে যাতে দেশ ধ্বংসকারী বিএনপি-জামায়াত এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে। আব্দুস সবুর আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখতে দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমে কোন ধরনের সহিংসতাবীহিন সুষ্ঠু সুন্দর ঐতিহাসিক নির্বাচনে দাউদকান্দি তিতাসের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। তাই আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো। ‘নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা একে একে বাস্তবায়ন করা হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আরফাতুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমূখ।