• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে: হাসনাত
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামীতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না। তারা যেন নতুন বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ত করতে না পারে, সে লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে ইমাম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  হাসনাত আবদুল্লাহ বলেন, আলেম ও ইমামদের কথা মানুষ বেশি গুরুত্ব দেয়। তাই আপনারা মসজিদে-মসজিদে মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবেন। পাশাপাশি চাঁদাবাজ-দুর্নীতিবাজ ব্যক্তিদের মুখোশ উন্মোচনেও দায়িত্ব পালন করবেন।  এ সময় ইমামদের দাবিদাওয়া নিয়েও কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, আপনাদের ৫টা দাবি আমি শুনেছি। ধর্ম উপদেষ্টার কাছে আগামী দিন গিয়ে এগুলো উপস্থাপন করব।  উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় দেবিদ্বার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল আহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি সিক্ত সিয়াম প্রমুখ বক্তৃতা রাখেন। আরটিভি/আইএম-টি  
বিল থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার
চাঁদাবাজি করতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ
দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন আ.লীগ নেতা
মা গেছেন প্রেমিকের হাত ধরে, খাবার চেয়ে প্রাণ হারাল ছেলে
পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ১ 
কুমিল্লার দেবিদ্বারে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।  শুক্রবার (১৪ জুন) ভোর রাতে দেবিদ্বার-চান্দিনা সড়কের উপজেলার নবিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।  এ সময় মোশাররফ হোসেন (৩৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। সে বুড়িচং উপজেলার আলগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮টি ডাকাতির মামলা রয়েছে। দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দিনা সড়কের নবিয়াবাদ এলাকায় টহল দিতে যায় একদল পুলিশ। এ সময় ডাকাতির উদ্দেশ্যে পুলিশের ওই টহল গাড়িকে আটক করে ডাকাত দল।  ওসি মো. নয়ন মিয়া আরও বলেন, আটকের পর গাড়ির ভেতর পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় এসআই মিশন বিশ্বাস, এএসআই আব্দুল কাদেরসহ সঙ্গীয় ফোর্স ডাকাত দলের সদস্য মোশাররফ হোসেনকে আটক করতে সক্ষম হয়। এ সময় ২টি রাম দা ও একটি আগ্নেয়াস্ত্র এলজি ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
এমপি আজাদকে দলীয় পদ থেকে অব্যাহতি
কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারণ দর্শানোর ওই নোটিশে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া উল্লেখ্য করেছেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে আপনার (এমপি আজাদ) নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে মর্মে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ জমা হয়েছে। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় জেলার সাংগঠনিক সম্পাদক পদ থেকে আপনাকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো। এমতাবস্থায় সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থপরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আপনাকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না, তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বরাবর প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনা সম্পর্কে সংসদ সদস্য আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
ভোটকেন্দ্রের পাশে যুবকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
কুমিল্লা-৪ আসনের কাশারীখোলা এলাকায় ভোটকেন্দ্রে এক যুবকের ধাক্কায় পড়ে গিয়ে নোয়াব আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার কাশারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাশারীখোলা গ্রামের বাসিন্দা নোয়াব আলী। নোয়াব আলীকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ আলী হাসান তাকে মৃত ঘোষণা করেন। নোয়াব আলীর ছেলে মো. জুয়েল রানা জানান, আমার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর নৌকার সমর্থক মো. সেলিম মাস্টারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ঈগল প্রতীকের এক সমর্থক এসে আমার বাবাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে। দেবীদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।